× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সব মামলা প্রত্যাহার শেষেই দেশে ফিরবেন তারেক রহমান- মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট

১২ ডিসেম্বর ২০২৪, ১৬:১২ পিএম । আপডেটঃ ১২ ডিসেম্বর ২০২৪, ১৬:১৬ পিএম

ছবিঃ সংগৃহীত।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে যেসকল মিথ্যা ও রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা রয়েছে সেগুলো প্রত্যাহার হলেই তিনি দেশে ফিরবেন।

আজ (১২ ডিসেম্বর) দুপুর ১২টা ৪৫ মিনিটে লন্ডন থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হয়রত শাহজালাল বিমানবন্দরে সস্ত্রীক দেশে ফেরেন তিনি। পরে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকরা এসময় জিজ্ঞেস করেন তারেক রহমান কবে দেশে ফিরবেন, এর জবাবে মির্জা ফখরুল  বলেছেন, আপনারা সবাই জানেন উনার নামে বহু রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা রয়েছে। আদালতের রায়ে সেসব মামলা থেকে তার নাম প্রত্যাহার অথবা সেসব মামলা প্রত্যাহার হলেই দেশে ফিরবেন তারেক রহমান।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, আরও দু'বছর আগেই বিএনপি সংস্কার প্রস্তাব দিয়েছিল। ন্যূনতম সংস্কার শেষেই অন্তর্বর্তী সরকারকে নির্বাচন দিতে হবে।

নির্বাচিত সরকারের ওপর গুরত্বারোপ করে তিনি বলেন, বাংলাদেশে বর্তমানে যেসব সমস্যার আবির্ভাব ঘটেছে এবং যেসব সমস্যা চলমান রয়েছে তা নির্বাচিত সরকার ছাড়া মোকাবেলা করা বেশ চ্যালেঞ্জিং।

তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম মন্তব্য করেছেন, রাজনৈতিক দলগুলো বর্তমান অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে। প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, তথ্য উপদেষ্টার এমন বক্তব্য রাজনীতিবিরোধী। রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে শুরু থেকেই সহযোগিতা ও সমর্থন করেছে এবং এখনো করছে। আর এই সমর্থনের মূল উদ্দেশ্য হচ্ছে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠাতা করা। 

গত ১৫ বছর যাবত গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য লড়ে যাচ্ছে বিএনপি উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আমরা লড়াই, সংগ্রাম করছি। তথ্য উপদেষ্টা কী উদ্দেশ্যে এই কথা বলেছেন আমি জানি না।

তারেক রহমান সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন উল্লেখ করে জানান বিএনপি মহাসচিব বলেন, বিশাল বিজয় হয়েছে। এই বিজয়কে ফলপ্রসূ ও সার্থক করতে হলে অবশ্যই সবাইকে ধৈর্য ধরে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। গণতন্ত্রের যে প্রথম পদক্ষেপ নির্বাচনের জন্য সবাইকে প্রস্তুতি নিতে হবে।

গত ৩০ নভেম্বর সকাল ৮টা ২০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন মির্জা ফখরুল তার স্ত্রী।

লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানকার বিএনপির নেতাকর্মীদের সঙ্গেও মতবিনিময় করে দলকে এগিয়ে নিতে বিভিন্ন নির্দেশনা পরামর্শ দেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ফরহাদ হোসেন আজাদ, আবু মোহাম্মদ আহসান ফিরোজ, সাদী আহমেদ, মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সহ আরও অনেকে। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.