× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জুলাই-আগষ্ট আন্দোলনে বিএনপির ৪২২ নেতাকর্মী নিহত

মৌলভীবাজারে ডা: এজেডএম জাহিদ

মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার প্রতিনিধি।

১২ ডিসেম্বর ২০২৪, ২০:৩১ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা: এজেডএম জাহিদ হোসেন বলেছেন, আপনাদের মৌলভীবাজারের কপাল ভাল এখানে জুলাই-আগষ্ট গণআন্দোলনে একজন শহীদ হয়নাই। কিন্তু হবিগঞ্জে দেখেন একদিনে  কতজন মারা গেছে। তারপর সিলেট দেখেন। সারা বাংলাদেশ ৪২২ জন বিএনপির নেতাকর্মী মারা গেছে জুলাই এবং আগষ্ট মাসে। আর হাজার হাজার নেতাকর্মী মারা গেছে গত সাড়ে ১৫ বছরে। ছাত্র জনতার আন্দোলনে ২ হাজারেরও বেশি ইন্তেকাল করেছেন। শহীদ হয়েছেন। ত্রিশ হাজারেরও বেশি চোখ নাই পা নাই হাত নাই। তাদের জন্য আজকে আমরা কথা বলকে পারছি।  

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) মৌলভীবাজার শহরের পৌর মিলনায়তনে জেলা বিএনপি আয়োজিত আহবায়ক কমিটির সদস্যদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

ডা: জাহিদ বলেন, ইলিয়াস আলী কোথায় আছে আমরা বলতেও পারি না। তার স্ত্রী ছেলে মেয়েরা জানে না। সেকি জীবিত না মৃত। আয়না ঘরে না তার জন্য দোয়া করবে। কাজেই এ জিনিস গুলো যদি ভুলে যান তাহলে কিন্তু খুবই দুর্ভাগ্য আমাদের জন্য অপেক্ষা করছে। কাজেই মনে রাখতে হবে তাদের সবার অবদান। ইলিয়াস আলী না শুধু তার ড্রাইভারের অবদান। তার ড্রাইভার কোথায়। দিনার কোথায়। জুনেদ কোথায়। চৌধুরী আলম কোথায়। সাবেক এমপি হিরু কোথায় জানি না। সেই আয়না ঘর থেকে আমরা কিছু লোককে ফিরত পেয়েছি কিন্তু মোষ্ট অব দি পিপুল কে তো আমরা ফেরত পাইনি।

৩১ দফা কর্মসূচি নিয়ে তিনি বলেন,বিএনপি যে ৩১ দফা কর্মসূচি দিয়েছে, তা বাংলাদেশের গণতন্ত্র, সুশাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় একটি সুসংহত ও সময়োপযোগী নীতিমালা হিসেবে পরিগণিত হতে পারে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান -এই প্রস্তাবনায় গণতন্ত্রের বর্তমান সংকট নিরসন এবং ভবিষ্যৎ সম্ভাবনাগুলো নিয়ে একটি সুস্পষ্ট দিকনির্দেশনা তুলে ধরেছেন। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ৩১ দফা এক গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা হিসেবে উঠে এসেছে। গণতন্ত্র, সুশাসন এবং সামাজিক ন্যায়বিচারের প্রতি অঙ্গীকারের ভিত্তিতে প্রণীত এই দফাগুলো দেশকে নতুন এক যুগের পথে নিয়ে যেতে পারে।

তিনি বলেন- গণতন্ত্রের সংকট বাংলাদেশে নতুন কিছু নয়। দীর্ঘদিনের অস্থির রাজনৈতিক পরিস্থিতি, ক্ষমতার অপব্যবহার এবং দুর্নীতির কারণে রাষ্ট্রের বিভিন্ন স্তরে সংকট সৃষ্টি হয়েছে। বিএনপির ৩১ দফায় গণতন্ত্র পুনরুদ্ধার এবং শক্তিশালীকরণের জন্য স্পষ্ট কর্মপরিকল্পনা দেওয়া হয়েছে। এর মধ্যে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা, বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা এবং নির্বাচনী প্রক্রিয়াকে স্বচ্ছ করার মতো বিষয়গুলো বিশেষভাবে উল্লেখযোগ্য।

জেলা বিএনপির আহবায়ক ও সাবেক মেয়র ফয়জুল করিম ময়ূনের সভাপতিত্বে ও আহবায়ক কমিটির সদস্য মুহিতুর রহমান হেলালের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ,সহ সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী। বক্তব্য দেন,জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি এম নাসের রহমান, কানাডা বিএনপির সভাপতি ফয়সল আহমদ চৌধুরী, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি মিজানুর রহমান, এম এ মুকিত,নাসির উদ্দিন মিঠু, মহসীন মিয়া মধু,মোয়াজ্জেম হোসেন মাতুক,ফখরুল ইসলাম, বকসী মিছবাউর রহমান,মতিন বকস,মনোয়ার আহমেদ রহমান,স্বাগত কিশোর দাশ চৌধুরী, মাহমুদুর রহমান,আবুল কালাম বেলাল,গাজী মারুফ প্রমূখ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.