× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আজ হারিছ চৌধুরীর দাফন

ডেস্ক রিপোর্ট

২৯ ডিসেম্বর ২০২৪, ১১:৩১ এএম

ছবিঃ সংগৃহীত।

বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীকে আজ দাফন করা হবে।

আজ (২৯ ডিসেম্বর) মধ্যরাতে তার মরদেহ পুলিশ ও স্বজনদের কাছে হস্তান্তর করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।

সময় মামলার তদারকি কর্মকর্তা এসআই মো. ওয়াজেদ আলী, হারিছ চৌধুরীর মেয়ে ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরীসহ তার স্বজনরা উপস্থিত ছিলেন।

সামিরা তানজিন চৌধুরী বলেন, ১৫ বছর ধরে বাবাকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। অবশেষে ন্যায় বিচার পেলাম।

তিনি আরও বলেন, যথাযোগ্য মর্যাদায় রোববার (২৯ ডিসেম্বর) সিলেটের কানাইঘাটে বাবাকে দাফন করা হবে।

জুলাই গণঅভ্যুত্থানে নিহত আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে হারিছ কন্যা বলেন, তাদের আত্মত্যাগের কারণেই আমার যুদ্ধটা সহজ হয়েছে।

প্রসঙ্গত, ২০২১ সালের সেপ্টেম্বর হারিছ চৌধুরী মারা যান। পরে তার পরিচয় গোপন করে অধ্যাপক মাহমুদুর রহমান নামে সাভারের বিরুলিয়ায় জামিয়া খাতামুন্নাবিয়্যিন মাদরাসা প্রাঙ্গণে দাফন করা হয়। পরবর্তীতে মেয়ে সামিরার এক রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের নির্দেশে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে মরদেহ উত্তোলন করা হয়। মরদেহ তোলার পর ডিএনএ পরীক্ষার জন্য সিআইডি নমুনা সংগ্রহ করে। পরবর্তীতে ডিএনএ টেস্টে মরদেহটি হারিছ চৌধুরীর নিশ্চিত হওয়ার পর পরিবারের পক্ষ থেকে সিলেটে দাফনের উদ্যোগ নেওয়া হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.