× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিএনপিকে ক্ষমতায় আনতে হলে ছাত্রদলকে মুখ্য ভূমিকা পালন করতে হবে

লক্ষ্মীপুরে আবুল খায়ের ভূঁইয়া

মাহমুদুর রহমান মনজু ,লক্ষ্মীপুর প্রতিনিধি।

০২ জানুয়ারি ২০২৫, ১৪:৫১ পিএম । আপডেটঃ ০২ জানুয়ারি ২০২৫, ১৫:৩২ পিএম

ছবিঃ সংগৃহীত।

বিএনপিকে ক্ষমতায় আনতে ছাত্রদলকে মুখ্য ভূমিকা রাখতে হবে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেন, বিএনপিকে ক্ষমতায় আনতে হলে ছাত্রদলকে মুখ্য ভূমিকা পালন করতে হবে। ছাত্রদলের মুখ্য ভূমিকার কারণেই ১৯৯০ সালে এরশাদবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে ১৯৯১ সালের নির্বাচনে খালেদা জিয়া প্রথম নারী প্রধানমন্ত্রী হন। আগামী দিনে আন্দোলন-সংগ্রাম এবং গণতন্ত্র পুনরুদ্ধারসহ মানুষের ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করবে।

(১ জানুয়ারি) লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা বাসস্ট্যান্ডে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা ছাত্রদলের ব্যানারে এ আয়োজন করা হয়। এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

তিনি আরও বলেন, বিএনপির ৩১ দফা বাস্তবায়নের ক্ষেত্রে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে গত ১৭ বছর আমাদের বহু ছাত্রদলের সাহসী সৈনিক গুম ও খুনের শিকার হয়েছে। বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা, শহীদ জিয়াউর রহমানের ১৯ দফা, বেগম খালেদা জিয়া ও জনগণের ৩১ দফা বাস্তবায়নে আমরা আন্দোলন করে যাব।

রায়পুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহফুজুর রহমান হৃদয়ের সভাপতিত্বে ও সদস্যসচিব আল নোমান রিফাতের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার, রায়পুর উপজেলা বিএনপির আহ্বায়ক জেড এম নাজমুল ইসলাম মিঠু, সদস্যসচিব শফিকুর রহমান ভূঁইয়া, রায়পুর পৌর বিএনপির আহ্বায়ক এবিএম জিলানী ও সদস্যসচিব শফিকুল আলম আলমাস প্রমুখ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.