× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

অচিরেই আপনারা নির্বাচনের রুপরেখা ঘোষনা করেন: নজরুল ইসলাম আজাদ

নিজস্ব প্রতিবেদক

২৫ জানুয়ারি ২০২৫, ১৯:২২ পিএম

বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেছেন, বর্তমান উপদেষ্টাদের উদ্দেশ্যে বলতে চাই তারেক রহমানের নেতৃত্বে যদি বিএনপি দীর্ঘ ১৭ বছর গণতান্ত্রিক আন্দোলন না করতেন তাহলে আজকে আপনারা এই অবস্থানে বসতে পারতেন না। আপনারা নিজেরা সেই কৃতজ্ঞতাবোধটা ধরে রাখার চেষ্টা করবেন। তাই অচিরেই আপনারা নির্বাচনের রুপরেখা ঘোষনা করেন নির্বাচনের নির্বাচনে নির্দিষ্ট তারিখ বলেন কবে নির্বাচন হবে? এদেশের জনগন গণতান্ত্রিক নির্বাচন চায়। এদেশের মুক্তিগামী জনগণ নির্বাচনের তারিখ জানতে চায়। আপনাদের সম্মান থাকতে থাকতে নির্বাচনের ব্যবস্থা করুন। 


শনিবার বিকেলে  নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজ মাঠে সেলিম-সাঈদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।


প্রধান অতিথির বক্তব্যে আজাদ বলেন, ১৭ বছর ধরে যে  গণতান্ত্রিক আন্দোলনে স্বৈরাচারী খুনি হাসিনা পালিয়েছে। সে আন্দোলনের রুপকার ছিলেন তারেক রহমান। আর সে আন্দোলনের ফলাফল আপনারা ভোগ করছেন। বৈষম্য বিরোধী আন্দোলনকে নিয়ে অনেকে অনেক কথা বলে দেড় বা দুই মাসের আন্দোলন। আপনারা যে নতুন স্বাধীনতা পেয়েছেন তা তারেক রহমানের নির্দেশে ১৭ বছর গণতান্ত্রিক আন্দোলনের প্রতিফলন। বৈষম্য বিরোধী আন্দোলন আমাদের ১৭ বছর গণতান্ত্রিক আন্দোলনের একটা পার্ট।  যার ফলে আমরা আমাদের রেজাল্ট পেয়েছি। 


তিনি আরও বলেন, ১৭ বছরের আন্দোলন ভুলে গেলে চলবে না। বিএনপির আত্মত্যাগ ভুলে গেলে চলবে না।  সত্য সব সময় সত্য।  একটা কথা আছে সত্যের মৃত্যু নাই। তাই মিথ্যাচার ভূলে সত্যকে স্বীকার করেন। অন্যথায় অস্বীকার খুনি হাসিনা অবস্থা আবার ধারন করবে।  


নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজিব'র সার্বিক তত্ত্বাবধানে ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান'র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার(খ সার্কেল) আসিফ ইমাম, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম টিটু,রফিকুল ইসলাম (বিডিআর), আতাউর প্রধান, শাহজাহান মিয়া, সেলিম হোসেন দিপু, মোতালিব হোসেন,নিজামউদ্দিন, সাদিকুর রহমান সেন্টু, আব্দুর রহিম, আবু সালেহ মুসা, মিঠু আহমেদ, আলিনুর হোসেন, আল-আমিন, হারুন অর রশিদ প্রমুখ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.