× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঘোড়াশালে দরিদ্র মানুষের উপর জুলুম করা হয়েছে- ড. আব্দুল মঈন খান

নিজস্ব প্রতিবেদক

২৬ জানুয়ারি ২০২৫, ২০:৫৭ পিএম । আপডেটঃ ২৬ জানুয়ারি ২০২৫, ২০:৫৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি' স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী . আব্দুল মঈন খান বলেছেন, বিআইডব্লিউটিএ' দুর্নীতি দরিদ্র মানুষের উপর জুলুম দেশের জন্য কলঙ্কজনক।

আজ (২৬ জানুয়ারি) সন্ধ্যায় পলাশ উপজেলার ঘোড়াশাল সাদ্দাম বাজারে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ') অভিযানে ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

. মঈন খান বলেন, বিআইডব্লিউটিএ ঘোড়াশাল-পলাশে দরিদ্র মানুষের জীবিকা ধ্বংস করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করছে। এটি কোনো আইনের মধ্যে পড়ে না। দরিদ্র মানুষের উপর এমন শোষণ-অত্যাচার কোনো সভ্য দেশের আইন হতে পারে না।

বিএনপির এই সিনিয়র নেতা বলেন, আজকে বলতে বাধ্য হয়েছি, বিআইডব্লিউটিএ গত ১৫ বছরে বাংলাদেশের জলাভূমি থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে, দুর্নীতি করেছে। আজ তারা ঘোড়াশালে গরীব মানুষের উপর আইন দেখিয়ে উচ্ছেদ করেছে। . মঈন প্রশ্ন রাখেন, গরীব উপর উচ্ছেদের নামে জুলুম কোন ধরনের আইন?

বি আই ডব্লিউটিএর দুর্নীতি সাধারন মানুষের কাছে স্পষ্ট হয়ে গেছে উল্লেখ করে বিএনপির এই সাবেক মন্ত্রী বলেন, গরীব মানুষের কাছে থেকে ঘুষ না পেয়ে উচ্ছেদ অভিযানের নামে জুলুম করেছে। আজকে গরীবরা তাদেরকে ঘুষ দিলে বুলডোজার ফিরিয়ে নিয়ে যেতো।

বিআইডব্লিওটিকে উদ্দেশ্য করে বলেন, অঞ্চলের উচ্ছেদের নামে জন মানুষের উপর অত্যাচার করে বর্তমানের তত্ত্বাবধায়ক সরকারকে বিতর্কিত করার চেষ্টা করছে। তারা মানুষের মনে স্থাপন করতে চাই যে, তত্ত্বাবধায়ক সরকারের আমলে মানুষদের প্রতি অত্যাচার করা হয়। আজকে শত গরীবের স্থাপনা ভেঙ্গে ফেলা হয়েছে, যেখানে তাদের উপর প্রায় ১০ হাজার মানুষ নির্ভর করে।

তিনি বলেন, স্থানীয় জেলা প্রশাসনকে এড়িয়ে গিয়ে ঢাকা থেকে দুর্নীতিগ্রস্থ প্রশাসন দিয়ে স্থাপনা গুলো উচ্ছেদের মাধ্যমে গরীবের পেটে লাথি মেরেছে, তাদের সৎপথে বেঁচে থাকার রাস্তা বন্ধ করে দিয়েছে।

এর আগে বিআইডব্লিউটিএ শীতলক্ষ্যা নদীর তীরবর্তী অবৈধ স্থাপনা উচ্ছেদে দিনব্যাপী অভিযান চালায়। অভিযানে প্রায় ৩০০টি দোকান উচ্ছেদ করা হয়।

 . মঈন খান আরও বলেন, দুর্নীতিগ্রস্ত বিআইডব্লিউটিএ ঘুষ না পেয়ে দরিদ্র মানুষকে উচ্ছেদ করেছে। ধরনের কার্যক্রম দেশের জন্য ক্ষতিকর এবং এটি বর্তমান সরকারকে জনগণের সঙ্গে আরও দূরে সরিয়ে দেবে।

নির্ভরযোগ্য সূত্র জানায়, বিআইডব্লির বন্দর পরিচালক , কে, এম, আরিফ উদ্দিনের নেতৃত্বে শীতলক্ষ্যা নদীর তীরবর্তী অবৈধ স্থাপনা উচ্ছেদে দিনব্যাপী অভিযান চালানো হয়।

অভিযোগ রয়েছে , কে, এম, আরিফ উদ্দিন পতিত স্বৈরচার আওয়ামী লীগের দোসর। কোটা বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের বিরুদ্ধে অর্থ সরবরাহকারি। তিনি শেখ হাসিনার লোকজনকে বিশেষ সুবিধা দিয়ে তাদের যোগ স্বাজশে ভূয়া টেন্ডার বানিজ্যের মাধ্যমে শত শত কোটি টাকা লুন্ঠনকারী বিআইডব্লিউটিএ' সর্বনাশের অন্যতম কারিগর। স্বৈরাচার সরকারের পতন হলেও দুর্নীতির বরপুত্র কে এম আরিফ উদ্দিন এখনো বহাল তবিয়তে রয়েছে।

বিষয় : বিএনপি

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.