× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পুত্রবধূদের পরিচর্যায় খালেদা জিয়া এখন ‘অনেকটা সুস্থ’

ডেস্ক রিপোর্ট

২৮ জানুয়ারি ২০২৫, ১০:৩৩ এএম । আপডেটঃ ২৮ জানুয়ারি ২০২৫, ১০:৩৪ এএম

ছবিঃ সংগৃহীত।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি ঘটেছে। পুত্র তারেক রহমানের বাসায় তিনি হাসিখুশি সময় পার করেছেন। নাতনীদের নিয়ে খুনসুটি নিয়েই আছেন। আর দুই পূত্রবধুর পরিচর্যায় তিনি এখন অনেকটাই সুস্থ। খালেদা জিয়ার উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালেক এসব তথ্য জানিয়েছেন।

এম এ মালেক বলেছেন, আমাদের নেত্রী অনেক ভালো আছেন। তিনি বাসায় ফিরে খুব হাসিখুশি আছেন। আলহামদুলিল্লাহ গতকাল (২৭ জানুয়ারি) নেত্রীর সঙ্গে আমরাদের নেতা তারেক রহমানসহ এক সঙ্গে ডিনার করেছি। আমার মনে হয় তিনি ৬০ পার্সেন্ট সুস্থ হয়ে গেছেন।

গতকাল (২৭ জানুয়ারি) এশার নামাজের পর বাংলাদেশি অধ্যুষিত ইস্ট লন্ডনের ব্রিকলেন মসজিদে আরাফাত রহমান কোকোর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে, আরাফাত রহমান স্মৃতি সংসদের (ইউকে) আয়োজনে একটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিল শেষে এসব কথা বলেন এম এ মালেক।

তিনি আরও বলেন, আলহামদুলিল্লাহ, ব্রিটিশ বাংলাদেশি দুটি টিম মিলে আমাদের নেত্রীর চিকিৎসা দিচ্ছেন। হসপিটালের যে ট্রিটমেন্ট আমি মনে করি এর চেয়ে বেটার ট্রিটমেন্ট হচ্ছে বাসায়। আমি তাকে গতকালকেও দেখেছি। উনার মুখের হাসি, উনার কথাবার্তা। উনার নাতীনরা ও ছেলের বউরা। আমি গতকালকে দেখেছি ডা. জুবাইদা রহমান বসে খাওয়াচ্ছেন। পাশে আমাদের নেতা তারেক রহমান বসা। সেখানে আমাদের স্থায়ী কমিটির সদস্য ডা. জাহেদ হোসেন এবং আমিও ছিলাম। আমাদের নেতা আমাকে ডেকে সেখানে বসালেন। আমি অত্যন্ত আনন্দিত এবং আমি গর্বিত, আমি সেখানে আমাদের নেত্রী ও নেতার সঙ্গে বসে একসঙ্গে একই টেবিলে ডিনার করেছি। আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি।

এম এ মালেক এদিন খালেদা জিয়াকে স্লো পয়জনিং করা হয়েছে দাবি করে বলেন, অনেক সময় রোগী ডাক্তারকে দেখে মেন্টালি অনেক ভালো হয়ে যান। ফ্যাসিবাদী সরকারের গত ১৫ বছরের যন্ত্রণা এবং টর্চার অন্যায় অবিচার অত্যাচার স্লো পয়জনিং এবং পরিত্যক্ত বিল্ডিংয়ের ভেতরে জেলে রাখা, সবমিলিয়ে তিনি অনেক অসুস্থ ছিলেন। সেখানে কারো সঙ্গে কথা বলার সুযোগ ছিল না। খবর দেখার মতো টেলিভিশনও ছিল না। সেখানে আজ উনি উনার পুত্রবধূদের সঙ্গে সময় কাটাচ্ছেন। এখানে তিনি ৪০ পার্সেন্ট ভালো হয়ে গেছেন। আর বাকি ৬০ পার্সেন্ট ডাক্তাররা চেষ্টা করে যাচ্ছেন। আর বাসায় যাওয়ার মানে হচ্ছে, তিনি আগের চেয়ে ভালো আছেন। আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চাইছি। উনি অচিরেই দেশে যাবেন। দেশের জনগণ উনাকে দেখতে চান।

বিষয় : বিএনপি

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.