পতিত স্বৈরাচার শেখ হাসিনার গুম- খুনের রাজনীতি ও আওয়ামী লীগের দোসরদের রুখতে হলে ছাত্র জনতার জুলাই বিপ্লবের ঐক্যকে আরো দৃঢ় রাখতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাষ্ট্র শাখার সভাপতি এ এস এম রহমত উল্লাহ ভূঁইয়া।
আজ (২৮ জানুয়ারি) বিকালে যুক্তরাষ্ট্র থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছার পর সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, জুলাই বিপ্লবের মধ্য দিয়ে ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা পতিত স্বৈরাচার শেখ হাসিনার কবল থেকে বাংলাদেশর সার্বভৌমত্ব রক্ষা করতে পেরেছি। কিন্তু বাংলাদেশের কিছু কথিত রাজনৈতিক দলের নেতাদের নোংরা রাজনীতির খেলায় জুলাই বিপ্লবের ঐক্যে এখন ফাটল ধরানোর চেষ্টা করা হচ্ছে।
তিনি আরো বলেন, বাংলাদেশের রাজনীতিবিদদের মস্তিষ্কে ভারতীয় 'র' এর প্রেসক্রিপশন ঢুকে গেছে। একদল চিন্তা করে ভারত তাদের ক্ষমতায় বসাবে আরেক দল চিন্তা করে ভারত আমাদের ক্ষমতা থেকে তাড়াবে! সুতরাং ভারতের সেই প্রেসক্রিপশন এখন রাজনীতিবিদদের মস্তিষ্কে ক্যান্সারে পরিনত হয়েছে।
তিনি বাংলাদেশের সকল দেশপ্রেমিক রাজনৈতিক দল ও ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ ভাবে আওয়ামী ফ্যাসিবাদের প্রতিহত করার এবং ভারতীয় আগ্রাসনকে রুখে দেওয়ার আহ্বান জানান।
এসময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাগপা যুক্তরাষ্ট্র শাখার সভাপতি এ এস এম রহমত উল্লাহ ভূঁইয়াকে ফুলেল শুভেচ্ছা জানান যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, জাগপা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র সরকার, চকবাজারের বিশিষ্ট ব্যবসায়ী আবদুর রহিম বাচ্চু, ব্যাংকার রাশেদ কবির, আলাউদ্দিন আজাদ, মোরশেদ আলম, ব্যবসায়ী আলাউদ্দিন, মো: মানুন, সাংগঠনিক সম্পাদক মোঃ জামাল আকন, ক্রীড়া সম্পাদক জনি নন্দী, সহ প্রচার সম্পাদক আসাদুজ্জামান নুর, মোঃ রাজন প্রমুখ।