× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

৫ আগস্টকে স্মরণীয় রাখতে সেদিনই নির্বাচন দেওয়া যেতে পারে- সালাহউদ্দিন

ডেস্ক রিপোর্ট

২৯ জানুয়ারি ২০২৫, ১৬:৫৬ পিএম । আপডেটঃ ২৯ জানুয়ারি ২০২৫, ১৬:৫৬ পিএম

ছবিঃ সংগৃহীত।

আজ (২৯ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে ‘জুলাই গনঅভ্যুত্থান : গণমাধ্যম ও সাংবাদিকতা' শীর্ষক আলোচনা সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের দিন হিসেবে ৫ আগস্ট সমগ্র দক্ষিণ এশিয়ায় একটি স্মরণীয় দিন। এই দিনটিকে আরও স্মরণীয় করে রাখতে আগামী ৫ আগস্ট জাতীয় সংসদ নির্বাচন দেওয়া যেতে পারে।

সালাহউদ্দিন আহমেদ এদিন বলেন, আমরাও সংস্কার চাই। তবে স্বল্পমেয়াদি জরুরি সংস্কারগুলো নির্ধারণ করতে হবে। এজন্য জুলাই-আগস্ট যৌক্তিক সময়। একটা নির্বাচন আয়োজন করতে কী পরিমাণ সময় লাগে আমরা জানি। বিগত ৪০/৪৫ বছর যাবতই এই প্রক্রিয়ায় আছি। তাই যেই তারিখে গণঅভ্যুত্থান হয়েছে, সেই তারিখে নির্বাচন দিয়ে আরেকটা ইতিহাস তৈরি করুন। এটা শুধু আমাদের দাবি নয়, অন্যান্য দল এবং সাধারণ মানুষেরও দাবি।

তিনি বলেন, এই সময়ের মধ্যে নতুন রাজনৈতিক দল গঠন করে নির্বাচনে অংশগ্রহণ কারও কারও জন্য কঠিন সেটা আমরা জানি। কিন্তু এ প্রক্রিয়ায় না গিয়ে বরং একটা রাজনৈতিক প্রক্রিয়াতে গেলেই সেটা আরও গ্রহণ যোগ্য বেশি হবে। বর্তমান সরকারকে সঠিক পথে নিয়ে আসতে প্রয়োজনে আবারও রাস্তায় আন্দোলন করতে হতে পারে বলেও বিএনপির এই স্থানী কমিটির সদস্য জানান।

অন্তবর্তীকালীন সরকারের উচিত দ্রুত নির্বাচনের বিষয়টি জনগণকে জানানো উলেখ করে সালাহউদ্দিন আহমেদ বলেন, নির্বাচন দিতে কেন বিলম্ব হচ্ছে, সেটা জনগণকে জানাতে হবে। সংস্কার কমিশনের রিপোর্ট পাওয়ার পর ১৫ দিন পার হয়ে গেছে; এখনো রাজনৈতিক দল ও বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেননি। আমি আশা করব, দ্রুত আলোচনা করে একটি সিদ্ধান্ত নেওয়া হবে।

আওয়ামী লীগের বিচারের ব্যাপারে সরকার কার্যকরি পদক্ষেপ নিচ্ছে না দাবি করে তিনি বলেন, ফ্যাসিবাদী দল হিসেবে আওয়ামী লীগের বিচারের জন্য অন্তর্বর্তী সরকার দৃশ্যমান কোনো উদ্যোগ নেয়নি। বর্তমান সরকারকে সঠিক পথে নিয়ে আসার জন্য রাস্তায় আন্দোলন করতে হতে পারে। সরকারকে সঠিক পথে নিয়ে আসতে কিছু উদ্যোগ নেবে বিএনপি।

এসময় তিনি গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার দাবি করেন।

উল্লেখ্য, আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন নামক সংবাদকর্মীদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে।

বিষয় : বিএনপি

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.