× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চব্বিশের গণঅভ্যুত্থানে নিহত আহনাফের পরিবারের পাশে তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক 

২৯ জানুয়ারি ২০২৫, ১৮:৪২ পিএম । আপডেটঃ ২৯ জানুয়ারি ২০২৫, ১৮:৪৩ পিএম

ছবিঃ সংগৃহীত।

চব্বিশের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে শহীদ শাফিকউদ্দিন আহমেদ আহনাফের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছে ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দল। বিএনএফ শাহীন কলেজের এই শিক্ষার্থী রাজধানীর মিরপুর-১০ এলাকায় শহীদ হন।

আজ (২৯ জানুয়ারি) শহীদ আহনাফের পরিবারের কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন— দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

রাজধানী ঢাকার মিরপুর-১০ সংলগ্ন এলাকায় সংশ্লিষ্ট শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন— ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, ফরহাদ আলী সজীব, রুবেল আমিন, শাহাদত হোসেন প্রমুখ।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন— মিরপুর থানা যুবদল আহ্বায়ক মো. শাকিল মোল্লা, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আওয়াল, হাবিবুল বাশার, সাবেক সহসভাপতি জামিল হোসেন, যুগ্ম-সম্পাদক হাসানুর রহমান, ঢাকা মহানগর ছাত্রদল (পশ্চিম)-এর সভাপতি রবিন, সাধারণ সম্পাদক আকরাম, বেসরকারি ইউনিভার্সিটি ছাত্রদল নেতা মশিউর রহমান মহান, শারিফুল ইসলাম, মিরপুর বাংলা কলেজ ছাত্রদল নেতা আকাশ, ঢাকা কলেজ ছাত্রদল নেতা মিসবাহসহ মিরপুর থানা বিএনপির নেতারা।

উল্লেখ্য, শহীদ শাফিকউদ্দিন আহমেদ আহনাফ গত ৪ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের আন্দোলনে মিরপুর-১০ নং এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে আহত হলে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.