বাংলাদেশ
জাতীয়তাবাদী দল বিএনপি'র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, গত ৬ মাসে বাংলাদেশ
যেভাবে চলেছে, যেভাবে এগোচ্ছে, ক্রমেই পরিস্থিতি জটিল থেকে জটিলতর হচ্ছে। মানুষের প্রত্যাশা
অনুযায়ী বাংলাদেশ চলছে না।
আজ (৩০ জানুয়ারি)
জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী চালক দলের উদ্যোগে আয়োজিত নিত্যপ্রয়োজনীয়
দ্রব্যমূল্য অবিলম্বে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনার দাবিতে প্রতীকী অবস্থান
কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
বিএনপি'র
ভাইস চেয়ারম্যান বলেন, বাংলাদেশ
হাসিনামুক্ত হওয়ার পর মানুষের যে
প্রত্যাশা ছিল, নির্বিঘ্নে, মানুষ বসবাস করবে। লুটেরাদের হাত থেকে দেশ রক্ষা পাবে। আইনশৃঙ্খলা বাহিনী মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে। প্রশাসন মানুষকে সহায়তা করবে।
কিন্তু,
গত ৬ মাসে বাংলাদেশ
যেভাবে চলেছে, যেভাবে এগোচ্ছে, ক্রমেই পরিস্থিতি জটিল থেকে জটিলতর হচ্ছে। মানুষের প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশ চলছে না।
এদিন তিনি
আরও বলেন, বাজার ব্যবস্থায় যে সিন্ডিকেট শেখ হাসিনার সময় নিয়ন্ত্রণ করত, প্রতিটি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের
দাম যেভাবে অস্বাভাবিকভাবে বেড়েছিল, এখনও বেড়ে যাচ্ছে। এমতাবস্থায় এই অন্তর্বর্তী সরকারকে
বলব- দ্রব্যের দাম নিয়ন্ত্রণ করুন। যাতে করে সীমিত আয়ের মানুষ জীবন-যাপন করতে পারে।
সেই পদক্ষেপ নিন।
অন্তর্বর্তী
সরকার প্রধানের উদ্দেশে শামসুজ্জামান দুদু বলেন, এই সরকার বিভিন্ন রাজনৈতিক দল সমর্থন
করেছে বটে। কিন্তু, এই সরকারের কাছে প্রত্যাশিত ফল না পাওয়ার কারণ অন্যান্য রাজনৈতিক
দল এখনো এই সরকারকে কাঁধে করে নিয়ে চলছে। কিন্তু, তারা তাদের কর্মসূচি, আগামী ভবিষ্যৎ
নির্ধারণে যদি বারবার হতাশাজনক পরিস্থিতিতে পড়ে, তাহলে এই সমর্থন অব্যাহত রাখা কঠিন
হবে।