× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

একাত্তরের স্বাধীনতা যারা মানবে না তারা জাতীয় বেইমান: রিপন

নিজস্ব প্রতিবেদক

৩০ জানুয়ারি ২০২৫, ২১:১৯ পিএম । আপডেটঃ ৩০ জানুয়ারি ২০২৫, ২১:১৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

একাত্তরের স্বাধীনতা যারা মানবে না তারা জাতীয় বেইমান হিসেবে পরিচিতি পাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ভাইস-চেয়ারম্যান . আসাদুজ্জামান রিপন।

আজ (৩০ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলেদেশ বাঁচাও মানুষ বাঁচাও' আন্দোলনের উদ্যোগে ভারত বাংলাদেশের সম্পর্ক কোন পথে? গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

আসাদুজ্জামান রিপন বলেন, বাংলাদেশ এবং ভারতের সম্পর্কটা কোন দিকে যাচ্ছে, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিতশাহর কথায় বোঝা যাচ্ছে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ১০ বছর যাবৎ বাংলাদেশের বিরুদ্ধে কথা বলে আসছে। এই ব্যাপারে তৎকালীন স্বৈরাচার হাসিনা সরকার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর কথার বিরুদ্ধে কোন প্রতিবাদ করে নাই। করবেই কেন? তারা তো দিল্লির ভরসায় ক্ষমতায় ছিল।

তিনি বলেন, আওয়ামী লীগ দিনের ভোট রাতে দিয়ে অবৈধভাবে ক্ষমতায় ছিল। আগস্টের পর থেকে আওয়ামী লীগের ক্ষমতা শেষ; মানেই ভারতের ক্ষমতা শেষ। আর এই ক্ষমতার সমাপ্তি করেছে বাংলাদেশের ছাত্র-জনতা।

তিনি বলেন, গতকালকে শুনেছি শেখ হাসিনা না-কি কর্মসূচি দিয়েছে, কিন্তু তার এই কর্মসূচিকে বাস্তবায়ন করবে? আওয়ামী লীগ নেতাকর্মীরা তো সবাই পালিয়ে গেছে।

তিনি আরও বলেন, গত দুইদিন আগে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম এর ভারতবিরোধী কথার সাথে আমি একমত পোষণ করেছি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা . ইউনুস এবং পররাষ্ট্র উপদেষ্টার উদ্দেশ্যে চাই ভারত বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের গোপনীয় চুক্তি আগামী ১৫ দিনের মধ্যে ফাঁস করে দেন যাতে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের কুকর্মের কথা জানতে পারে।

সংগঠনের সভাপতিকে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে বৈঠকে আরো বক্তব্য রাখেন- বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, বিএনপির সাবেক সংসদ সদস্য, শামীম কায়সার লিংকন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, এ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা প্রমুখ।

বিষয় : বিএনপি

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.