বাংলাদেশ
জাতীয়তাবাদী দল বিএনপি নেতা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামানর বাবর পবিত্র
ওমরাহ পালন করতে গিয়ে বিমানে তাঁর তীব্র শ্বাসকষ্ট শুরু হয়। এতে তিনি গুরুতর অসুস্থ
হয়ে পড়লে তাকে দুবাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়।
লুৎফুজ্জামানর
বাবরের একান্ত সহকারী, মির্জা হায়দার আলী গণমাধ্যমকে আজ (৩১ জানুয়ারি) এ কথা জানান।
মির্জা হায়দার
আলী বলেন, মদিনার উদ্দেশে যাত্রাপথে বিমানে (এমিরেটস এয়ার লাইন্স) হঠাৎ প্রচণ্ড শ্বাসকষ্ট
শুরু হওয়ায় অসুস্থ হয়ে পড়লে দুবাইতে অবতরণের পর তাকে দ্রুত বিমানবন্দরের কাছে একটি
ক্লিনিকে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে তাকে দ্রুত হাসপাতালে
ভর্তির পরামর্শ দেন। এখন স্যার দুবাইয়ের একটি হাসপাতালে ভর্তি আছেন। চিকিৎসকদের নিবিড়
পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে।
তিনি আরও
জানান, এই মুহূর্তে লুৎফুজ্জামান বাবরের পাশে তার বড় ছেলে রয়েছেন।
গতকাল (৩০
জানুয়ারি) সন্ধ্যা ৬টায় এমিরেটস এয়ারলাইন্সের বিমানে বড় ছেলে লাবিব ইবনে জামানসহ মদিনার
উদ্দেশে রওনা হন।
এর কিছুসময়
পূর্বে, ভিন্ন একটি ফ্লাইটে লুৎফুজ্জামান বাবরের সহধর্মিণীসহ পরিবারের অন্য সদস্যরা
মদিনার উদ্দেশে রওনা হয়েছিলেন। তারা মদিনা পৌঁছানোর পরে বাবরের অসুস্থতা এবং দুবাইয়ের
হাসপাতালে ভর্তির বিষয়টি জানতে পারেন।
হায়দার আলী
জানিয়েছেন, পরিবারের সদস্যরা, লুৎফুজ্জামান বাবরের আশু আরোগ্য কামনায় দেশবাসী এবং দলের
নেতাকর্মীদের কাছে দোয়া চেয়েছেন।
উল্লেখ্য,
দীর্ঘ ১৭ বছর পর কারামুক্তি লাভ করার পর ২০ জানুয়ারি বুকের ব্যথায় অসুস্থ হয়ে গুলশানের
ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। কিছুদিন সেখানে
সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন।