বাংলাদেশ
জাতীয়তাবাদী দল বিএনপি'র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, একুশে টেলিভিশনের চেয়ারম্যান
আব্দুস সালামসহ চারজনের বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলা বাতিল করে হাইকোর্ট
রায় প্রকাশ করেছেন।
আজ (৪ ফেব্রুয়ারি)
বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ ১১ পৃষ্ঠার
এ রায় প্রকাশ করেছেন।
এর
আগে গত ৩১ অক্টোবর
হাইকোর্ট তারেক রহমান, আব্দুস সালামসহ চারজনের বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলার কার্যক্রম বাতিল করে তাদের খালাস দেন। বিচারপতি এ কে এম
আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ
এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
আদালতে তারেক
রহমানের পক্ষে ছিলেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার
কায়সার কামাল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল,
অ্যাডভোকেট জাকির হোসেন, অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ, অ্যাডভোকেট সামসুল ইসলাম মুকুল
এবং অ্যাডভোকেট আজমল হোসেন খোকন।
২০১৭
সালে আদালত এই মামলায় অভিযোগ
গঠন করেন। মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের
৫ জানুয়ারি তারেক রহমানের একটি বক্তব্য একুশে টিভি সরাসরি সম্প্রচার করে। এর পরিপ্রেক্ষিতে
তেজগাঁও থানায় তারেক রহমান ও আবদুস সালামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের
করা হয়। পরে মাহাথীর ফারুকী খান ও কনক সারওয়ারকেও মামলায় আসামি করা হয়।
অভিযোগে
বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে লন্ডন থেকে তারেক রহমানের দেওয়া বক্তব্য সরাসরি সম্প্রচার করে মিথ্যা ও বানোয়াট তথ্য
প্রচার করে দেশের সার্বভৌমত্বের প্রতি হুমকি দেখিয়েছেন এবং প্রতিষ্ঠিত সরকারের প্রতি ঘৃণা ছড়িয়ে দেওয়ার চেষ্টায় মত্ত ছিলেন।