× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

‘সংস্কারের নামে সময় নষ্ট না করে নির্বাচনের তফসিল ঘোষণা করুন’

ডেস্ক রিপোর্ট

০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২১ এএম । আপডেটঃ ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২১ এএম

ছবিঃ সংগৃহীত।

গতকাল (৪ ফেব্রুয়ারি) খুলনায় দিঘলিয়া উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা শতভাগ সমর্থন করি। নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করুন। সংস্কার সংস্কার খেলার নামে সময় নষ্ট না করে আসন্ন নির্বাচনের তফসিল ঘোষণা করুন।

হেলাল আরও বলেন, নির্বাচন দিয়ে সকল বিতর্কের অবসান ঘটাতে হবে বর্তমান সরকারকে। এখনই জনগণ আপনাদের সাধুবাদ জানাতে পারছে না। দীর্ঘ ১৭ বছর এদেশের মানুষ ভোট দিতে পারেনি। এদেশের মানুষকে সুষ্ঠু ভোটের ব্যবস্থা করতে পারলেই তারা সাধুবাদ জানাবে।

গতকাল (৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার আলোকে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশের আয়োজন করা হয়।

নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক এদিন উপদেষ্টাদের উদ্দেশ্যে বলেন, বিএনপির সঙ্গে আওয়ামী লীগের তুলনা করবেন না। বিএনপি দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠা করেছিল। আর আওয়ামী লীগ জনগনের ভোটাধিকার হরণ করে অবৈধ সরকার গঠনের মধ্য দিয়ে গেল ১৫ বছর সীমাহীন লুটপাটে দেশ দেওয়ালিত্বের দ্বারপ্রাপ্তে পৌঁছে গেছে। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো অভিযোগ উঠলে আমরা তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি। ভারতীয় গণমাধ্যমের কঠোর সমালোচনা করে তিনি আরও বলেন, বাংলাদেশে এসে দেখে যান-সম্প্রীতির উজ্জল দৃষ্টান্ত বাংলাদেশ। এসে হিন্দু-মুসলমান, বৌদ্ধ-খ্রিষ্টান সবাই আমার মিলে-মিশে বসবাস করি।

বিষয় : বিএনপি

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.