× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দেশের মাটিতে খুনি হাসিনাকে ক্ষমার সুযোগ বিএনপি দেবে না- এ্যানি

ডেস্ক রিপোর্ট

০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:০১ পিএম । আপডেটঃ ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:০৬ পিএম

ছবিঃ সংগৃহীত।

আজ ( ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর পৌর শহীদ স্মৃতি একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। প্রধান অতিথির বক্তব্যে বলেন, দেশের মাটিতে খুনি হাসিনাকে ক্ষমার সুযোগ বিএনপি দেবে না।

এ্যানি এদিন বলেন, ৫ আগস্টের পর অনেকেই বলেছেন আওয়ামী লীগকে ক্ষমা করে দেবেন। ক্ষমা করার কোনো সুযোগ নেই। অনেকেই বলে নিষিদ্ধ করেন না কেন? পথে ঘাটে কি একটা দল নিষিদ্ধ করা যায়? যদি বিচার হয়, অটোমেটিক আমাদের যে সেন্টিমেন্ট, তারা যে অত্যাচার-নির্যাতন করেছে, হাসিনা নিষিদ্ধ হয়ে গেছে, নিষিদ্ধ হয়ে যাবে। আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যাবে। তারপরও নির্বাচন যদি হয়, সংসদে বসে জনগণের সমর্থন নিয়ে আলাপ আলোচনার ভিত্তিতে অফিসিয়ালি নিষিদ্ধ করা এটি আমাদেরও দাবি। এটা আমরা চাই। এই হাসিনা খুন করেছে, খুনের হুকুম দিয়েছে, অত্যাচার-নির্যাতন-লুটপাট করেছে। তাহলে হাসিনার বিচার হবে না, ক্ষমা করে দেব? ওই সুযোগ বাংলাদেশের মাটিতে বিএনপি দেবে না।

বিএনপি'র যুগ্ম-মহাসচিব বলেন,  বিগত সরকার বইয়ের মধ্যে লিখছে জয় বাংলা মুখস্ত করতে হবে, মুজিববাদী শাসন মুখস্থ করতে হবে, বঙ্গবন্ধু মুখস্থ করতে হবে। যে ছাত্রদেরকে বানানোর জন্য এতো কিছু করলো, সে ছাত্ররা গেল কই। তার মানে জোর করে কিছু হয় না, হৃদয়ে লাগে। হৃদয়ে শেখ হাসিনার নাম থাকবে না। জোর করে শেখ হাসিনার নাম রাখা হয়েছিল। হৃদয়ে শেখ মুজিবের নাম থাকেনি। হৃদয়ে জিয়াউর রহমানের নাম এমনিতেই চলে আসে। যেহেতু তিনি স্বাধীনতার ঘোষণা করেছিলেন। আমরা স্কুলে স্কুলে গিয়ে বা পাঠ্য বইয়ে বাধ্য করে কারো নাম লেখায়নি। স্কুলে গিয়ে জোর করে রাজনীতির কথা আমরা কখনো চিন্তা করিনি।

ছাত্র-জনতার অবদানে বিএনপি'র অবদান নিয়ে এ্যানি বলেন, আমরা ছাত্র-জনতার আন্দোলনে ছিলাম। জেল খেটেছি। সুতরাং সবাইকে নিয়ে আমাদের নেক্সট টার্গেট এই প্রজন্ম ও শিক্ষার্থীদের জন্য আমাদের একটি সুন্দর বাংলাদেশ গড়তে হবে। এই ওয়াদা ও টার্গেট নিয়ে আমরা মাঠে নেমেছি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন হলে বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় আসেও আমরা এককভাবে দেশ চালাবো না। আমরা শুধু বিএনপির জন্য, বিএনপিকে ক্ষমতায় আনার জন্য আন্দোলন করিনি। জনগণের জন্য আন্দোলন করেছি, দেশের জন্য আন্দোলন করেছি, শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছি। নির্বাচনের মাধ্যমে জাতীয় ঐক্যমতের সরকার প্রতিষ্ঠিত হবে।

বিষয় : বিএনপি

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.