× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ছাত্রজনতার গণ-অভ্যুত্থান কোন একক সংগঠনের কৃতিত্ব নয়- জুয়েল

নিজস্ব প্রতিবেদক

১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৩ এএম । আপডেটঃ ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৩ এএম

ছবিঃ সংগৃহীত।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরের আহবায়ক শরীফ উদ্দিন জুয়েল বলেছেন, ছাত্রজনতার গণ-অভ্যুত্থান কোন একক সংগঠন এর কৃতিত্ব নয়, এ অভ্যুত্থান বাংলাদেশ এর আপামর জনগণের অংশগ্রহণে সফল হয়েছে।

গতকাল (৯ ফেব্রুয়ারি) জুয়েল বলেন, বিগত ১৭ বছর ধরে বাংলাদেশ এর মুক্তিকামী জনতা ফ্যাসিস্ট মাফিয়া হাসিনা সরকার এর বিরুদ্ধে আন্দোলন চালিয়ে গিয়েছে এবং অবশেষে ৫ ই আগস্ট ছাত্র-জনতার গণ অভ্যুত্থান এর মাধ্যমে শেখ হাসিনা গদি ছেড়ে পালিয়ে গিয়েছে; এই আন্দোলনের রুপকার এবং মাস্টারমাইন্ড একমাত্র তারেক রহমান। 

তিনি বলেন, একটি স্বার্থান্বেষী মহল আমাদের জাতীয় ঐক্য বিনষ্ট করার চেষ্টা করছে; তাদেরকে সফল হতে দেওয়া হবে না। 

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা আপনাদেরকে এখন পর্যন্ত সমর্থন দিয়ে যাচ্ছি; আপনারা জনগণের ভোটাধিকার নিশ্চিত করার মাধ্যমে একটা সফল ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন করেন।

তিনি আরও বলেন, বাংলাদেশের মালিক এই দেশের জনগণ, জনগণই ঠিক করবে তাদের প্রতিনিধি কারা হবে এবং একমাত্র জনগণের ভোটাধিকার এর মাধ্যমেই এইটা সম্ভব। 

জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিরাই জনগণের জন্য প্রয়োজনীয় সংস্কার করার অধিকার রাখে। তিনি অন্তর্বর্তীকালীন সরকার কে অতিদ্রুত নির্বাচন এর রোডম্যাপ ঘোষণা করার আহবান জানান তিনি । 

শরীফ উদ্দিন জুয়েল বলেন, যুবদলে হাইব্রিড ও অনুপ্রবেশকারীদের আশ্রয় প্রশ্রয় নেই, কখনো দেওয়াও হবে না। তিনি বলেন যারা আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছে, রাজপথে ছিলো, হামলা-মামলা এর শিকার হয়েছে, সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তারাই যুবদলের প্রকৃত কর্মী ; একমাত্র তারাই ভবিষ্যতে যুবদলের নেতৃত্বে আসার যোগ্যতা রাখবে। আন্দোলনের সময় যারা নেতৃত্বে ছিলো তারা চাদাবাজী, দখল বাজীতে জড়িত না; যারা ঘাপটি মেরে ছিল, যারা আওয়ামীলীগ এর সাথে সমঝোতা করে চলেছে তারাই চাদাবাজী, দখলবাজী তে জড়িত।

জুয়েল তার বক্তব্যে তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা নিয়ে বিশদ আলোচনা করেন ।

তিনি যুবদলের নেতাকর্মীদেরকে জনগণের পাশে থেকে জনকল্যাণমুখী কাজে অংশগ্রহণ করার নির্দেশনা প্রদান করেন। 

তিনি হুঁশিয়ার করে দিয়ে বলেন, যাদের কারণে জনদুর্ভোগ এর সৃষ্টি হয়  কিংবা জনগণের আস্থা বিনষ্ট হবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে; সে যতো ত্যাগী নেতাই হোক।  

২৩নং ওয়ার্ড যুবদল এর আহবায়ক রতন মিয়া এর সভাপতিত্বে ও সদস্য সচিব নাঈম ইসলাম নানু এর সঞ্চালনায়  উক্ত সভায় প্রধান অতিথি  হিসেবে অংশগ্রহণ করেন ঢাকা মহানগর উত্তর এর সাবেক সভাপতি ও বিএনপি নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব এম এ কাইয়ুম, বিশেষ অতিথি হিসেবে যোগ দেন যুগ্ম আহবায়ক তসলিম আহসান মাসুম, আবুল হাসান টিটু, তানভীর আহমেদ ইকরাম, শামীম আহমেদ,  শামীম আহমদ, জুলহাস আহমেদ প্রমুখ।

বিষয় : বিএনপি

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.