ছবিঃ সংগৃহীত।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, সংস্কার কম সময়ের মধ্যে করে নির্বাচনের ম্যাপ দিন, তারিখ দিন। তাড়াতাড়ি করুন, না হলে অস্থিরতা আবার বেড়ে যাবে। আবার কোনো ষড়যন্ত্র ফাঁক করে ঢুকে যাবে। সেই ষড়যন্ত্র রুখতে রুখতে আবার সময় অতিবাহিত করবেন। আমরা সেটা আর গ্রহণ করতে চাই না।
আজ (১০ ফেব্রুয়ারি)
জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী চালক দল অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচনের
রোডম্যাপ ঘোষণার দাবিতে আয়োজিত এক প্রতীকী অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে
তিনি এসব কথা বলেন।
জয়নুল আবেদিন
ফারুক এদিন বলেন, জাতীয়তাবাদী শক্তি এমন ভোটে নির্বাচনে জিততে চায়, যেই ভোট সাহাবুদ্দিনের
মতো রসি টানিয়ে একজন হাফপ্যান্ট পরা আনসার পুলিশকে দিয়ে নির্বাচন করিয়ে বাংলাদেশের
প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত করেছিলেন খালেদা জিয়াকে। তাই তারেক রহমান বলেছেন,
যারা গত ১৬ বছর হাসিনার রক্তচক্ষু উপেক্ষা করে আন্দোলনে ছিল, তাদের নিয়ে তিনি নির্বাচন
করবেন।
প্রধান উপদেষ্টার
উদ্দেশ্যে তিনি বলেন, অন্ধকার দিয়ে অন্ধকার ঢাকা যায় না। আলোর দরকার হয়। সেই আলো আপনার
(ড. ইউনূস) কাছে আশা করি আমরা। দয়া করে আপনার সহকর্মীরা যাতে না বলেন, ৫৪ বছরে রাজনৈতিক
দল সংস্কার করতে পারেনি, এমন কথা আপনার স্টাফরা যাতে না বলে, নির্বাচন ২০২৬ এর মাঝামাঝি
হতে পারে। এমন বেফাঁস কথা বলে দেশের মানুষকে আর আতঙ্কিত করার কোনো প্রয়োজন নেই।
বিএনপি চেয়ারপারসনের
উপদেষ্টা বলেন, তারেক রহমান বলেছেন, নির্যাতন সহ্য করেছে আমার দলের কর্মী, হাঁটু পানিতে
দাঁড়িয়ে পুলিশের ভয়ে তারা রাত কাটিয়েছে। যারা জঙ্গলে, কবরস্থানে ঘুমিয়ে হাসিনার পুলিশের
অত্যাচার থেকে রক্ষা পেয়েছে, তাদের অনেক ক্ষোভ ছিল। শেখ হাসিনা বলেছিল, আওয়ামী লীগ
ক্ষমতায় না থাকলে, তাদের একটি কর্মীও থাকবে না। হাসিনা, মোদির আশ্রয়স্থলে থেকে তুমি
একবার চোখ বুলিয়ে দেখো, তারেক রহমান ৫ আগস্টের পর তোমার একটি কর্মীর গায়েও হাত দেয়নি।
এটাই ব্যক্তিত্ব, এটাই তার গ্রহণযোগ্যতা। এই গ্রহণযোগ্যতাকে ঠেকাতে আরেকটি ষড়যন্ত্র
শুরু হয়েছে। এই ষড়যন্ত্র রুখতে হবে।
অপেরেশন ডেভিল
হান্ট দেরিতে শুরু হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সরকার গত তিনদিন আগে ডেভিল হান্ট শুরু
করেছে। পুলিশের ভাষ্য, তিনদিনে ১ হাজারের ওপর গ্রেপ্তার করেছেন। জাহাঙ্গীর সাহেবের
সততা নিয়ে কেউ প্রশ্ন করলে আমি সেটার প্রতিবাদ করবো। কিন্তু আমি জনগণের পক্ষ থেকে আপনাকে
জানাতে চাই, জানতে চাই আপনার কাছে এই ডেভিল হান্ট কেন সময় মতো করা হলো না? আমি বলতে
চাই, সচিবালয়ে আগুন হতো না, গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর আক্রমণ হতো না যদি
আপনারা সতর্ক দৃষ্টিতে ডেভিল হান্ট ক্ষমতা গ্রহণের পরপরই শুরু করতেন।
দ্রুত নির্বাচনের তারিখ দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, অসংখ্য আহত নেতাকর্মী যাদের চোখ নাই, হাত নাই, পা নাই; তাদের মা চোখের পানি ফেলছে, চিকিৎসা নিতে পারছে না, তাদের দাবি আপনি আর দীর্ঘায়িত করবেন না; অনুগ্রহ করে নির্বাচনের তারিখ দিন। কারণ আপনি বিলম্বিত হলে আপনার যে গ্রহণযোগ্যতা, আপনার যে ইতিহাস সেটা কলঙ্কিত করবে আওয়ামী লীগের ডেভিল হান্টের সদস্যরা।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh