গতকাল (১১ ফেব্রুয়ারি) রাতে রাজশাহী নগরীর মাদরাসা মাঠে খেলাফত মজলিস আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক অন্তর্বর্তীকালীন সরকারের কিছু উপদেষ্টাদের উদ্দেশ্য করে বলেন, বিতর্কিত উপদেষ্টাদের স্পষ্টভাবে বলছি মাত্রাতিরিক্ত সুশীলগিরি করবেন না। মব জাস্টিসের কথা আমাদেরকে বোঝানোর চেষ্টা করবেন না। আমরা ২০১৩ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত রাজপথে রক্ত ঢেলেছি। আপনাদের মাত্রাতিরিক্ত সুশীলগিরি মেনে নেওয়া হবে না।
তিনি বলেন, যদি আমাদেরকে করুনার পাত্র মনে করেন তাহলে ওপেন চ্যালেঞ্জ, আসুন আমাদের মোকাবিলা করেন। আমাদের মোকাবিলা করা এতো সহজ হবে না।
এদেশে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন না উল্লেখ করে তিনি বলেন, আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলি এদেশে ইসলাম নিয়ে বাঁচবো। ইসলামের ঝান্ডা উঁচু করেই বাঁচবো। আমাদেরকে যদি ঘায়েল করার চেষ্টা করেন, মনে রাখবেন এদেশে ভাড়াটিয়া হিসেবে বসবাস করি না। রক্তের বিনিময়ে কেনা এই জমিনে আমরা মালিকানার অধিকার নিয়ে বসবাস করি।
তসলিমা নাসরিন এবং শেখ হাসিনা প্রসঙ্গে তিনি বলেন, শেখ হাসিনা ও তসলিমা নাসরিন যৌথ প্রযোজনায় বাংলাদেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তাদের এদেশের দোসররা তসলিমা নাসরিনের নামে শেখ হাসিনাকে পুনর্বাসনের চেষ্টা করলে সেটা রুখে দেওয়া হবে।
মামুনুল হক আরও বলেন, ৭১ এর চেতনা ছিল মুক্তির চেতনা, ৭২ এর চেতনা ছিল গোলামির চেতনা। শেখ হাসিনার রাজনীতির মূল নীতি ছিল বিভাজন, ধ্বংসাত্মক ও গোলামি।
তিনি জানান, বাংলাদেশে আবারও রাজনীতি করতে চাইলে আওয়ামী লীগকে দলের নাম বদলে মাফ চেয়ে রাজনীতি করতে হবে।