× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বন্ধুত্বের দোহাই দিয়ে কাঁটাতারে ঝুলন্ত লাশ আর দেখতে চায় না- তারেক রহমান

ডেস্ক রিপোর্ট

১৮ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৫১ পিএম । আপডেটঃ ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৫২ পিএম

ছবিঃ সংগৃহীত।

বাংলাদেশের মানুষ আর প্রতিবেশী দেশটির কাছ থেকে অন্যায় দেখতে চায় না, বন্ধুত্বের দোহাই দিয়ে কাঁটাতারে ফেলানীর ঝুলন্ত লাশ আর দেখতে চায় না, এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ (১৮ ফেব্রুয়ারি) বিকেলে তিস্তা রক্ষা আন্দোলন কমিটির সমাপনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান হুঁশিয়ারি দিয়ে বলেন, "যদি প্রতিবেশী দেশ, ভারত আমাদের ন্যায্য অধিকার না দেয়, তবে দেশী-বিদেশী সকল বিকল্প ভাবতে হবে।" তিনি বলেন, ভারতের ৫৪টি নদী বাংলাদেশে প্রবাহিত হয়, এটি কোনো করুণার বিষয় নয়। তিস্তা নদীর উজানে গজলডোবা বাঁধ দিয়ে পানি আটকে রেখেছে ভারত, যার কারণে আজ আমাদের তিস্তার পানির জন্য আন্দোলন করতে হচ্ছে। তিনি আরও বলেন, "৫০ বছর ধরে ফারাক্কা বাঁধের অভিশাপ থেকে বাংলাদেশ মুক্তি পায়নি, আর এখন তিস্তা নদী নিয়ে নতুন অভিশাপ এসেছে।"

সময় তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রতিবেশী দেশের এমন আচরণের কারণে তিস্তা পাড়ের লাখ লাখ মানুষ বন্যা খরায় ভুগছে এবং পানির অভাবে কোটি কোটি টাকার শস্য নষ্ট হচ্ছে।

তারেক রহমান উল্লেখ করেন, আগস্টে এক খুনি-স্বৈরাচারী দেশ থেকে পালিয়ে গেছে, যার সময় ভারতকে দেওয়া প্রতিশ্রুতি বাংলাদেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে ছিল। তিনি বলেন, "ভারত শুধুমাত্র পলাতক স্বৈরাচারীকে জায়গা দিয়েছে, আর বাংলাদেশের জনগণকে কিছুই দেয়নি।"

তিনি আরও বলেন, "পলাতক স্বৈরাচার আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এক তরফাভাবে ভারতকে ট্রানজিট দিয়েছে, চুক্তিগুলো পুনর্বিবেচনা করা উচিত।"

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, "বর্তমান বিশ্বে স্থায়ী শত্রু বা মিত্র বলে কিছু নেই, সম্পর্ক হতে হবে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে। বিএনপির স্লোগান 'সবার আগে বাংলাদেশ' এই ধারণার ভিত্তিতে কাজ করছে।"

তিনি বলেন, "বাংলাদেশের মানুষ প্রতিবেশী দেশ থেকে আর অন্যায় দেখতে চায় না, বন্ধুত্বের দোহাই দিয়ে ফেলানীর ঝুলন্ত লাশ আর দেখতে চায় না।"

তারেক রহমান জানিয়ে দেন, বিএনপি ক্ষমতায় এলে তিস্তা রক্ষার বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে দেখবে এবং দেশের অন্যান্য নদী সংস্কার খনন করবে, এমনকি শহীদ জিয়ার খালও খনন করা হবে ইনশাল্লাহ।

তিনি বলেন, "স্বৈরাচারী সরকার গত ১৫ বছর ধরে নির্বাচনকে তামাশায় পরিণত করেছে এবং দেশে মাফিয়া তন্ত্র প্রতিষ্ঠা করেছে। তবে স্বৈরাচারী সরকারের আগস্ট পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের মানুষের জন্য নতুন সুযোগ সৃষ্টি হয়েছে।"

তারেক রহমান বলেন, তিস্তা পাড়ের মানুষ দুই দিন ধরে যে আন্দোলন করছে, তা বৃথা যাবে না। তিস্তা রক্ষা করতে হলে তিস্তা পাড়ের মানুষকে আগামী জাতীয় নির্বাচনে তাদের পছন্দের দলকে সমর্থন দিতে হবে। তিনি আশ্বস্ত করেন, ক্ষমতায় এলে তিস্তার সমস্যা সমাধান করবেন।

অবশেষে, তারেক রহমান বলেন, "তিস্তা পাড়ের এই আন্দোলন বৃথা যাবে না, আমরা সবাই একসাথে তিস্তা রক্ষা করবো, ইনশাল্লাহ।"

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.