× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ সব আসামী খালাস

ডেস্ক রিপোর্ট

১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১৪ পিএম । আপডেটঃ ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন খালেদা জিয়া এবং তার সহ-আসামিদের বিরুদ্ধে দায়ের করা নাইকো দুর্নীতি মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-৪ সব আসামিকে খালাস দিয়েছেন।

আজ (১৯ ফেব্রুয়ারি) বিচারক রবিউল আলমের আদালত এই রায় ঘোষণা করেন। খালাস পাওয়া অন্য আসামিরা হলেন, তৎকালীন মুখ্য সচিব কামাল উদ্দীন সিদ্দিকী, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, নাইকোর দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক সিনিয়র সহকারী সচিব সিএম ইউসুফ হোসাইন, ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন এবং বাগেরহাটের সাবেক সংসদ সদস্য এমএএইচ সেলিম।

এর আগে, ১৩ ফেব্রুয়ারি আসামিদের আত্মপক্ষ শুনানি ও যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের জন্য আজকের তারিখ ধার্য করেন। ৫ ফেব্রুয়ারি মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়, যার মধ্যে ৬৮ সাক্ষীর মধ্যে ৩৯ জনের সাক্ষ্য নেওয়া হয়।

উল্লেখযোগ্য যে, ২০০৭ সালের ৯ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশন (দুদক) খালেদা জিয়ার বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলাটি দায়ের করে। তদন্ত শেষে ২০০৮ সালের ৫ মে খালেদা জিয়া ও ১১ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়। গত বছরের ১৯ মার্চ, একই আদালত খালেদা জিয়া ও ৮ আসামির অব্যাহতির আবেদন নাকচ করে চার্জগঠনের আদেশ দিয়েছিল।

বিষয় : বিএনপি

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.