আজ (১৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ছাত্রদল আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নতুন কোনো রাজনৈতিক দলকে বিএনপি স্বাগত জানাবে। ছাত্রসংগঠন করা হয়েছে ইতোমধ্যে, বিএনপি তাদেরও অভ্যর্থনা জানিয়েছে। তবে তিনি স্পষ্ট করে বলেন, এর অর্থ এই নয় যে, নতুন দল সরকারে বসে সুযোগ-সুবিধা নিয়ে দল গঠন করবে। বিএনপি কখনোই তা মেনে নেবে না।
ফখরুল আরও বলেন, "আমরা এক-এগারোর ভুক্তভোগী। যারা এক-এগারো তৈরি করেছে তারা জনগণের কাছে টিকতে পারেনি। যদি কেউ আবারও এক-এগারোর পথ অনুসরণ করে, গণতন্ত্র বিসর্জন দিয়ে একদলীয় শাসন বা ফ্যাসিস্ট সরকারের দিকে যেতে চায়, তাহলে জনগণ তা কখনোই মেনে নেবে না।"
তিনি বর্তমান সরকারের কার্যক্রম নিয়েও সন্দেহ প্রকাশ করেন। ফখরুল বলেন, "আমরা দেখেছি নতুন অন্তর্বর্তী সরকার কিছু কাজ করতে চেষ্টা করছে, কিন্তু এতে জনগণের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে যে, তারা কি আদৌ নির্বাচন নিয়ে আন্তরিক?"
তিনি আরও উল্লেখ করেন, "আমরা এক হিসাব দেখেছি, তাতে প্রায় দুই হাজার তরুণ শহীদ হয়েছে, তাদের মধ্যে প্রায় ৮০০ ছাত্রদলের। ঠাকুরগাঁওয়ে যে নয়জন শহীদ হয়েছে, তাদের মধ্যে সাতজন ছাত্রদলের সদস্য ছিল। যারা দাবি করেন ছাত্রদল বা বিএনপির কোনো ভূমিকা ছিল না, তাদের সঠিকভাবে তথ্যগুলো গ্রহণ করা উচিত।"
ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাছির উদ্দিনের সঞ্চালনায় এ আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম, সদস্যসচিব তানভীর আহমেদ, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও সদস্যসচিব মোস্তফা জামান। সভায় সভাপতিত্ব করেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম।