× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বেসরকারি শিক্ষার্থীদের বাদ দিয়েই গণতান্ত্রিক ছাত্র সংসদের কমিটি ঘোষণা

ডেস্ক রিপোর্ট

২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৩৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন ছাত্র সংগঠন "গণতান্ত্রিক ছাত্র সংসদ" (ডিএসএস) এর কমিটি ঘোষণা করা হয়েছে। আজ (২৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে নতুন ছাত্র সংগঠনের নাম এবং কমিটি ঘোষণা করা হয়। স্লোগান হিসেবে "শিক্ষা, ঐক্য, মুক্তি" নির্ধারণ করা হয়েছে।

এর আগে, যখন নতুন কমিটি ঘোষণা হওয়ার কথা ছিল, তখন সেখানে উপস্থিত কিছু শিক্ষার্থী তাদের বঞ্চিত দাবি করে নানা স্লোগান দিতে থাকেন। তারা স্লোগান দেন, "ঢাবির সিন্ডিকেট ভেঙে দাও, গুড়িয়ে দাও", "আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই", "দিয়েছি তো রক্ত, আরও দিবো রক্ত", "জাস্টিস, জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস" একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অভিযোগ করেন, জুলাই আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও তাদেরকে নতুন ছাত্র সংগঠন থেকে বঞ্চিত করা হয়েছে। তারা এই কমিটি মেনে নিচ্ছেন না বলে জানান।

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঘোষিত কমিটির আহ্বায়ক হিসেবে আবু বাকের মজুমদারকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখসারির অন্যতম সমন্বয়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এছাড়া তিনি পূর্বে গণতান্ত্রিক ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব ছিলেন।

গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব হিসেবে সাবেক সমন্বয়ক জাহিদ আহসানকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় দফতর সেলের সম্পাদকের দায়িত্ব পালন করেছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। অতীতে তিনি ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার দফতর সম্পাদক ছিলেন।

এছাড়া, নতুন কমিটিতে বিভিন্ন দায়িত্ব দেওয়া হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তৌহিদ সিয়ামকে সিনিয়র যুগ্ম-আহ্বায়ক, রিফাত রশীদকে সিনিয়র সদস্য সচিব, তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরীকে মুখ্য সংগঠক এবং আশরেফা খাতুনকে মুখপাত্র করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখায় আব্দুল কাদেরকে আহ্বায়ক করা হয়েছে। এছাড়া লিমন মাহমুদ হাসানকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মহির আলমকে সদস্য সচিব, আল আমিন সরকারকে সিনিয়র সদস্য সচিব, হাসিব আল ইসলামকে মুখ্য সংগঠক এবং রাফিয়া রেহনুমা হৃদিকে মুখপাত্র হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.