ছবিঃ সংগৃহীত।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেছেন, পুরোনো সংবিধান এবং পুরোনো শাসন কাঠামো বজায় রেখে নতুন বাংলাদেশ নির্মাণ সম্ভব নয়। তার মতে, শুধু সরকার পরিবর্তন করেই জনগণের কল্যাণ বা প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়।
আজ
(৪ মার্চ) সকালে, সাভারের জাতীয় স্মৃতিসৌধে দলীয় নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেন। এসময় তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব মন্তব্য করেন।
এর
আগে, সকাল ৭টা ৪০ মিনিটে জাতীয়
স্মৃতিসৌধে গাড়ি বহর নিয়ে প্রবেশ করেন এনসিপি নেতারা। সেখানে একাত্তরের বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং এক মিনিট নিরবতা
পালন করেন।
সাংবাদিকদের
সঙ্গে আলাপকালে, নাহিদ ইসলাম বলেন, "এনসিপির প্রথম কর্মসূচি হিসেবে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধাঞ্জলি দিতে এসেছি। আজ থেকেই আমাদের
আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হলো।" তিনি আরও বলেন, "জাতীয় নাগরিক পার্টি সারাদেশের জনগণকে শুভেচ্ছা জানাচ্ছে।"
তিনি
আরও উল্লেখ করেন, এই ভূখণ্ডে লড়াইয়ের
এক দীর্ঘ ইতিহাস রয়েছে, যেমন ১৯৪৭ সালের আজাদি লড়াই, ১৯৭১ সালের মহান স্বাধীনতা সংগ্রাম, এবং ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান। এই লড়াইগুলোর আকাঙ্ক্ষা
নিয়েই এনসিপি নতুন বাংলাদেশের গঠন করতে চায়।
নাহিদ
ইসলাম বলেন, "আমরা বলেছি, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা পেলেও, আমাদের সার্বভৌমত্ব বারবার হুমকির মুখে পড়েছে। আমাদের গণতান্ত্রিক প্রচেষ্টাগুলো বারবার ভেঙে পড়েছে। আমরা একটি গণতান্ত্রিক সংবিধান গড়তে পারিনি। একটি একদলীয় সংবিধানের মাধ্যমে ফ্যাসিজম এবং স্বৈরতন্ত্রের বীজ বপন করা হয়েছিল।"
তিনি
আরও বলেন, "আমরা একটি নতুন প্রজাতন্ত্র গড়তে চাই, যার জন্য প্রয়োজন একটি নতুন সংবিধান এবং গণপরিষদ নির্বাচন। এই উদ্দেশ্যেই আমরা
সেকেন্ড রিপাবলিকের কথা বলছি এবং সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।"
এ
সময়, এনসিপির কার্যক্রম নিয়ে তিনি বলেন, "আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে সাংগঠনিক কার্যক্রম বিস্তৃত করা, তৃণমূল স্তরে সংগঠন গড়ে তোলা এবং নিবন্ধনের জন্য প্রয়োজনীয় শর্ত পূর্ণ করা। দ্রুত সময়ের মধ্যে আমরা গঠনতন্ত্র প্রণয়নের কাজ শুরু করব।"
জুলাই
মাসে গণহত্যাকারীদের বিচার প্রসঙ্গে তিনি বলেন, "যারা জুলাই গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডে জড়িত, তাদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। আমরা চাই এই বিচারের মাধ্যমে
আওয়ামী লীগের রাজনীতির ফয়সালা বাংলার মাটিতে হোক।"
অন্তর্বর্তী
সরকারকে আহ্বান জানিয়ে তিনি বলেন, "এই বিচার দ্রুত
সম্পন্ন করতে হবে এবং এর পর সংস্কারের
জন্য জাতীয় ঐকমতের কমিশন দ্রুত সংলাপে গিয়ে জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন করতে হবে।"
এসময়,
জাতীয় স্মৃতিসৌধে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা সারমিন, আরিফুল আবীদ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, নাহিদা নিভা, মুখ্য সংগঠক (উত্তর) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণ) হাসনাত আবদুল্লাহসহ দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh