জাতীয়
নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, "শেখ হাসিনা ও আওয়ামী লীগের
বিচার না হওয়া পর্যন্ত
বাংলাদেশের কোনো মানুষ বা রাজনৈতিক দল
যেন নির্বাচনের কথা না বলে। যতদিন
না আমরা খুনি হাসিনাকে ফাঁসির মঞ্চে না দেখি, ততদিন
এই দেশে কোনো নির্বাচন হবে না।"
আজ
(৪ মার্চ) সকালে, রাজধানীর রায়েরবাজার বধ্যভূমিতে চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত ও দোয়া মোনাজাত
শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
সারজিস
আলম বলেন, "যে হাসিনার নির্দেশে
এতগুলো মানুষকে হত্যা করা হয়েছে, সেই খুনের বিচার না হওয়া পর্যন্ত
এ দেশের মানুষ কীভাবে অন্য কিছু চিন্তা করবে? খুনি হাসিনাকে বিচারের মঞ্চে দাঁড় করাতে হবে, তাকে ফাঁসির মঞ্চে দাঁড় করাতে হবে।"
তিনি
আরও বলেন, "আমরা রাজপথে ছিলাম, আমাদের ভাইয়েরা রাজপথে জীবন দিয়েছে। আমাদের মায়েদের চোখ দিয়ে এখনও কান্না ঝরছে। আমরা অন্তত মরার আগে খুনি হাসিনার বিচার দেখে মরতে চাই। আমরা শুধু আপনাদের কাছে একটাই অনুরোধ করি, আমরা আমাদের জায়গা থেকে মায়েদের পাশে সর্বোচ্চ সহায়তা দেব।"
এছাড়া,
আজ বিকেল ৩টায় কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হবে। এতে পার্টির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার
হোসেনের নেতৃত্বে কেন্দ্রীয় সদস্যরা উপস্থিত থাকবেন।
এদিকে,
গত ২৮ ফেব্রুয়ারি, রাজধানীর
মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিশাল সমাবেশের মাধ্যমে জাতীয় নাগরিক পার্টি আনুষ্ঠানিকভাবে তাদের রাজনৈতিক যাত্রা শুরু করে।