গতকাল (৩
মার্চ) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বিএনপি চেয়ারপার্সন
বেগম খালেদা জিয়া'র একটি প্রায় ১০ বছরেরও পুরনো বক্তব্য শেয়ার দেয়। যা সমসাময়িক রাজনৈতিক
দৃষ্টিকোণ থেকে অনেকটাই সামঞ্জস্যপূর্ণ।
২০১৪ সালের
১৩ ডিসেম্বর নারায়ণগঞ্জের কাঁচপুরে এক জনসভায় সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেলিন, ‘হাসিনা যত দিন থাকবে, মানুষের
কাছ থেকে তত নিগৃহীত হবে। হাসিনাকে কেউ মারতে চায় না। হাসিনাকে মারার প্রয়োজন নাই।
হাসিনা নিজ থেকেই শেষ হয়ে যাবে। আল্লাহর তরফ থেকেই গজব নেমে আসবে।’
এদিন তিনি
আরও বলেছিলেন, বিডিআর হত্যা, গুম-খুনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জবাবদিহি করতে
হবে। একদিন বিচারের সম্মুখীন হতে হবে।
বর্তমানে
আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচারাধীন তৎকালীন র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল
জিয়াউল আহসানকে গ্রেপ্তার ও বিচারের দাবি করে বলেছিলেন, তাঁকে ধরলে শুধু নারায়ণগঞ্জ
নয়, সারা দেশের সব গুম-খুনের তথ্য বের হয়ে আসবে। এ কারণে তাঁকে ধরা হচ্ছে না।
সেদিন তিনি
উপস্থিত তরুণ ছাত্র-জনতাকে উদ্দেশ্য করে বলেছিলেন, ‘তরুণেরা, তোমরা প্রতিবাদ করতে পার
না? তোমরা বেকার আর তাঁর ছেলে (সজীব ওয়াজেদ জয়) অ্যাডভাইজার।
প্রসঙ্গত,
২০২৪ এর জুলাই-আগস্টে এই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের
পতন ঘটে এবং বর্তমানে শেখ হাসিনা ভারতে পলাতক জীবনযাপন করছেন।