× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হাসিনাকে মারার প্রয়োজন নেই, নিজে থেকেই শেষ হয়ে যাবে, আল্লাহর তরফ থেকে গজব নেমে আসবে

ডেস্ক রিপোর্ট

০৪ মার্চ ২০২৫, ১২:২০ পিএম । আপডেটঃ ০৪ মার্চ ২০২৫, ১২:২৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

গতকাল (৩ মার্চ) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া'র একটি প্রায় ১০ বছরেরও পুরনো বক্তব্য শেয়ার দেয়। যা সমসাময়িক রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে অনেকটাই সামঞ্জস্যপূর্ণ।

২০১৪ সালের ১৩ ডিসেম্বর নারায়ণগঞ্জের কাঁচপুরে এক জনসভায় সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেলিন, ‘হাসিনা যত দিন থাকবে, মানুষের কাছ থেকে তত নিগৃহীত হবে। হাসিনাকে কেউ মারতে চায় না। হাসিনাকে মারার প্রয়োজন নাই। হাসিনা নিজ থেকেই শেষ হয়ে যাবে। আল্লাহর তরফ থেকেই গজব নেমে আসবে।

এদিন তিনি আরও বলেছিলেন, বিডিআর হত্যা, গুম-খুনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জবাবদিহি করতে হবে। একদিন বিচারের সম্মুখীন হতে হবে।

বর্তমানে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচারাধীন তৎকালীন র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসানকে গ্রেপ্তার ও বিচারের দাবি করে বলেছিলেন, তাঁকে ধরলে শুধু নারায়ণগঞ্জ নয়, সারা দেশের সব গুম-খুনের তথ্য বের হয়ে আসবে। এ কারণে তাঁকে ধরা হচ্ছে না।

সেদিন তিনি উপস্থিত তরুণ ছাত্র-জনতাকে উদ্দেশ্য করে বলেছিলেন, ‘তরুণেরা, তোমরা প্রতিবাদ করতে পার না? তোমরা বেকার আর তাঁর ছেলে (সজীব ওয়াজেদ জয়) অ্যাডভাইজার।

প্রসঙ্গত, ২০২৪ এর জুলাই-আগস্টে এই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন ঘটে এবং বর্তমানে শেখ হাসিনা ভারতে পলাতক জীবনযাপন করছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.