বাংলাদেশ
জাতীয়তাবাদী দল বিএনপি'র মহাসচিব
মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ (৬ মার্চ) চারদিন
চিকিৎসাধীন থাকার পর বাসায় ফিরেছেন।
দুপুরে তিনি বাসায় ফিরে আসেন, বলে জানিয়েছে বিএনপির মিডিয়া উইং।
গত
রবিবার (২ মার্চ), হঠাৎ
অসুস্থ হয়ে মির্জা ফখরুল ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। বিএনপির মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো
হয়, সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলার বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে ধুলাবালির সংস্পর্শে আসেন মির্জা ফখরুল, ফলে অসুস্থতা অনুভব করেন। পরে চিকিৎসকের পরামর্শে তিনি হাসপাতালে ভর্তি হন।
হাসপাতালে
ভর্তির পর বিভিন্ন গণমাধ্যমে
বিএনপির সূত্রে জানা যায়, মির্জা ফখরুলের রক্তে সোডিয়ামের মাত্রা কমে গিয়েছিল এবং বুকে কাশি জমাট বাঁধায় শ্বাসপ্রশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। তবে বর্তমানে তিনি অনেকটা সুস্থ আছেন।
এদিকে,
আজ ঢাকায় একটি পাঁচতারা হোটেলে কূটনীতিকদের সম্মানে বিএনপি ইফতার অনুষ্ঠানের আয়োজন করেছে, এবং এই অনুষ্ঠানে উপস্থিত
থাকতে পারেন মির্জা ফখরুল।