× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

এ বছর নির্বাচন আয়োজন সম্ভব না, রয়টার্সকে নাহিদ ইসলাম

ডেস্ক রিপোর্ট

০৬ মার্চ ২০২৫, ২০:১৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

জাতীয় নাগরিক পার্টির নেতা সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম জানিয়েছেন, বছর দেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা কম। তার মতে, নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় পরিবেশ এবং জনগণের নিরাপত্তা এখনও নিশ্চিত করতে পারেনি অন্তর্বর্তী সরকার।

আজ ( মার্চ) বার্তাসংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলেন, "গত সাত মাসে আমরা আশা করেছিলাম যে, রাজনৈতিক ব্যবস্থা এবং আইন-শাসন কিছু স্বল্পকালীন সংস্কারের মাধ্যমে পুনঃপ্রতিষ্ঠিত হবে। কিছুটা হলেও তা হয়েছে, তবে আমাদের প্রত্যাশা অনুযায়ী তা সম্পূর্ণ হয়নি। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আইন-শাসন দেখে, আমি মনে করি না বছর জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব হবে।"

গত বছর গণঅভ্যুত্থানের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করেন। এরপর গত আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে . মুহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণ করেন। কিছুদিন আগে তিনি বিভিন্ন সাক্ষাৎকারে বছরের শেষ দিকে নির্বাচন আয়োজনের কথা বলেছিলেন, তবে নাহিদ ইসলাম তার সঙ্গে একমত নন।

তবে, নাহিদ ইসলাম জানান, নির্বাচন যেই সময়ই হোক, জাতীয় নাগরিক পার্টি তাতে অংশ নিতে প্রস্তুত। তবে, নির্বাচনের আগে "জুলাই ঘোষণাপত্রে" সব রাজনৈতিক দলের ঐকমত্যে পৌঁছানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, "যদি আমরা জুলাই ঘোষণাপত্রে এক মাসের মধ্যে ঐকমত্যে পৌঁছাতে পারি, তাহলে তৎক্ষণাৎ নির্বাচন ঘোষণা করা সম্ভব। কিন্তু যদি এতে সময় লাগে, তবে নির্বাচন বিলম্বিত হতে হবে।"

এছাড়া, নাহিদ ইসলাম জানান, তাদের নতুন দল প্রতিষ্ঠিত করতে অনেক সমৃদ্ধশালী ব্যক্তি অর্থায়ন করছেন। তিনি বলেন, শিগগিরই তারা নতুন অফিস স্থাপন করবেন এবং নির্বাচনের জন্য সাধারণ মানুষের কাছ থেকে অর্থ সহায়তা চাইবেন।

 

সূত্র: রয়টার্স

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.