× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিএনপির অভিযোগকে অন্তর্বর্তী সরকার ব্যক্তিগতভাবে নেয়- রিজভী

ডেস্ক রিপোর্ট

১০ মার্চ ২০২৫, ১৩:২২ পিএম

ছবিঃ সংগৃহীত।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন, সরকার বিএনপির অভিযোগগুলো ব্যক্তিগতভাবে নেয় এবং কিছু কিছু ক্ষেত্রে কৌশলে প্রতিশোধ নিতে চায়।

আজ (১০ মার্চ) মাগুরা সহ দেশের বিভিন্ন জায়গায় ঘটিত সাম্প্রতিক ধর্ষণের ঘটনা প্রতিবাদ বিচারের দাবিতে নয়াপল্টনে মহিলা দলের বিক্ষোভ কর্মসূচিতে রিজভী এসব কথা বলেন।

সময় তিনি বলেন, বর্তমানে কোনো কন্যাশিশুর স্বাভাবিকভাবে ঘরে ফেরার নিশ্চয়তা নেই। বিভিন্ন মন্ত্রণালয়, ডিসি এসপি অফিসে ছাত্ররা নির্দেশনা দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, ছাত্রদের কাজ ক্যাম্পাসে প্রতিবাদ জানানো, ডিসি-এসপি অফিসে তদবির করা নয়। ছাত্রদের কথামতো চললে, আইনশৃঙ্খলা পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রণে আসবে, এমন প্রশ্নও তোলেন তিনি।

রিজভী দ্রুততম সময়ে ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.