× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাখাল রাহাকে 'ভণ্ড বুদ্ধিজীবী' বললেন সারজিস

ডেস্ক রিপোর্ট

১০ মার্চ ২০২৫, ১৬:৪৬ পিএম

ছবিঃ সংগৃহীত।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম অন্তর্বর্তীকালীন সরকারের পাঠ্যবই সংশোধন পরিমার্জন কমিটির অন্যতম সমন্বয়ক লেখক গবেষক রাখাল রাহাকেভণ্ড বুদ্ধিজীবীহিসেবে আখ্যায়িত করেছেন।

আজ (১০ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে সারজিস আলম এই মন্তব্য করেন। তিনি তার স্ট্যাটাসে রাখাল রাহাকেতথাকথিতএবংভণ্ড বুদ্ধিজীবীহিসেবে উল্লেখ করেন এবং বলেন, “এই তথাকথিত ভণ্ড বুদ্ধিজীবী রাখাল রাহা আমার আল্লাহ এবং নবী (সা.)-কে নিয়ে কটূক্তি করেছেন। শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষা উপদেষ্টার নাম ভাঙিয়ে লুটপাট করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

রাখাল রাহার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে সারজিস আলম আরও বলেন, “সময়ের আগে তদন্ত করে ব্যবস্থা নিন। রাখাল রাহা ইস্যুতে অন্তর্বর্তীকালীন সরকারের অনেক ছাড় হয়ে গেছে, আর না।

প্রসঙ্গত, আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পাঠ্যবই সংশোধন পরিমার্জন উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার এবং সে লক্ষ্যে গঠিত কমিটির অন্যতম সমন্বয়ক হিসেবে নিয়োগ পান লেখক গবেষক রাখাল রাহা। তিনি পাঠ্যবই সংশোধন পরিমার্জনে বিভিন্ন বিতর্ক সৃষ্টি করেন এবং তিনি হযরত মুহাম্মদ (সা.) ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করে ফেসবুকে স্ট্যাটাস দেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.