শাসকরা মালিক নয়, বরং সেবক হবেন, এবং ক্ষমতায় গেলে এমন একটি বাংলাদেশ গড়তে চান বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমান।
আজ (১০ মার্চ) সন্ধ্যায় মনিপুর হাই স্কুল মাঠে জামায়াতে ইসলামী বাংলাদেশ আয়োজিত বিশিষ্টজনদের সম্মানে ইফতার অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
জামায়াতে আমির আরও বলেন, ওই দেশে দুর্নীতি ও দুঃশাসন থাকবে না। তিনি বলেন, "এখন দেশে আল্লাহর আইন প্রয়োজন, কারণ অন্যসব আইন ইতোমধ্যে পরখ করা হয়ে গেছে।" নির্বাচনে ঈমানদারী সবচেয়ে কাছাকাছি যে দল, সেটি বাছাই করতে দেশবাসীকে আহ্বান জানান তিনি।
এসময় তিনি আরো বলেন, "যাদের মুখের কথার সাথে কাজের বেশি মিল থাকবে, জাতি তাদেরকেই বেছে নেবে।"