× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নির্বাচন বিলম্বিত করতে এনসিপি গোলমাল করছে- ফারুক

ডেস্ক রিপোর্ট

১২ মার্চ ২০২৫, ১৪:৫৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেছেন যে, তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জাতীয় সংসদ নির্বাচন বিলম্ব করতে 'গোলমাল' সৃষ্টি করছে। তিনি আজ (১২ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র ফোরামের আয়োজিত নাগরিক সমাবেশে এ অভিযোগ করেন।

এ সমাবেশটি সারাদেশে নারী সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং বিচারহীনতার প্রতিবাদে অনুষ্ঠিত হয়।

জয়নুল আবদিন ফারুক বলেন, "দেশের মানুষ শেখ হাসিনাকে বিদায় করেছে এবং আন্দোলন সফল করেছে। কিন্তু নতুন দল (নাগরিক পার্টি) আবার একটি গোলমাল শুরু করে নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছে, এমনটি জনগণ বলছে। তাই বিএনপি স্পষ্টভাবে সরকারকে জানিয়েছে যে, সংস্কার অবশ্যই করতে হবে, তবে আওয়ামী লীগের প্রেত্মাতারা যেন এই সুযোগে কিছু ক্ষতি না করে। তাদেরকে নির্বাচন রোডম্যাপ দিতে হবে।"

তিনি আরও বলেন, "নতুন দল গণপরিষদ নির্বাচন এবং জাতীয় সংসদ নির্বাচন করার পরিকল্পনা সরকারকে দিয়েছে, কিন্তু আমি জানি একটাই আমার বিরুদ্ধে ৮৪টি মামলা ছিল, ১৬ বছরের ৯ বছর জেলে ছিলাম। একজন স্বাধীনতা যোদ্ধা হিসেবে আমি দাবি করতে চাই যে, গণপরিষদ নয়, বাংলাদেশে একটি নিরপেক্ষ জাতীয় নির্বাচন দরকার, যেখানে মৃত মানুষের ভোট না হয়।"

জয়নুল আবদিন ফারুক বলেন, "যেমন বিচারপতি সাহাবুদ্দিন আহমেদ রশি টানিয়ে সুষ্ঠু নির্বাচন করেছিলেন, তেমনি একটি নির্বাচন চাই, যাতে আন্দোলনরত সব দল অংশগ্রহণ করতে পারে এবং সংসদে গিয়ে সংস্কারের বিষয়গুলো আলোচনায় আনা যায়।"

তিনি আরও বলেন, "সরকার যদি বাংলাদেশে নির্বাচন করে, তাহলে সেই নির্বাচন হবে জনগণের ভোটের ভিত্তিতেযে ব্যক্তি আমি পছন্দ করি তাকে ভোট দেব। আমাদের দাবি, দ্রুত একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা হোক।"

গণতন্ত্র ফোরামের সভাপতি খলিলুর রহমান এবং ভিপি ইব্রাহিমের সভাপতিত্বে এবং কৃষক দলের আব্দুল্লাহ আল নাইমের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা দেন তাঁতী দলের কাজী মনিরুজ্জামান মনির, কৃষক দলের জাহাঙ্গীর আলম, কাদের সিদ্দিকী, মমিনুর রহমান সুজন, এবং গণতন্ত্র ফোরামের ইসমাইল হোসেন সিরাজী প্রমুখ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.