× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

অন্যের অপকর্মের দায় বিএনপির ওপর চাপানো হয়- মির্জা আব্বাস

ডেস্ক রিপোর্ট

১২ মার্চ ২০২৫, ২০:৩৬ পিএম

ছবিঃ সংগৃহীত।

বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, অন্যদের অপকর্ম, চাঁদাবাজি দুষ্কর্মের দায় বিএনপির ওপর চাপানো হচ্ছে।

আজ (১২ মার্চ) দুপুরে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত এক কর্মশালায় তিনি এই মন্তব্য করেন।

সময় মির্জা আব্বাস নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “এমন কর্মকাণ্ডের প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলতে হবে।তিনি আরও বলেন, কিছু লোভী রাজনৈতিক দল নির্বাচনের বিরোধিতা করছে।

বিএনপির এই নেতা মন্তব্য করেন, “যেসব দলের জনপ্রিয়তা নেই, তারা যেকোনো উপায়ে ক্ষমতায় আসতে চায়। তারা ভোট নির্বাচনকে ভয় পায়। যতই ভোটের সময় আসে, একটি পক্ষ ততই টালবাহানা শুরু করে।

এছাড়া, মির্জা আব্বাস আওয়ামী লীগের প্রতি ইঙ্গিত করে বলেন, "কিছু দল দেশকে নিজেদের তালুকদারি মনে করছে।"

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.