বিএনপি'র
স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, অন্যদের অপকর্ম, চাঁদাবাজি ও দুষ্কর্মের দায়
বিএনপির ওপর চাপানো হচ্ছে।
আজ
(১২ মার্চ) দুপুরে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত এক কর্মশালায় তিনি
এই মন্তব্য করেন।
এ
সময় মির্জা আব্বাস নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “এমন কর্মকাণ্ডের প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে
তুলতে হবে।” তিনি আরও বলেন, কিছু লোভী রাজনৈতিক দল নির্বাচনের বিরোধিতা
করছে।
বিএনপির
এই নেতা মন্তব্য করেন, “যেসব দলের জনপ্রিয়তা নেই, তারা যেকোনো উপায়ে ক্ষমতায় আসতে চায়। তারা ভোট ও নির্বাচনকে ভয়
পায়। যতই ভোটের সময় আসে, একটি পক্ষ ততই টালবাহানা শুরু করে।”
এছাড়া,
মির্জা আব্বাস আওয়ামী লীগের প্রতি ইঙ্গিত করে বলেন, "কিছু দল দেশকে নিজেদের
তালুকদারি মনে করছে।"