মাগুরায়
বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণ ও নির্যাতনের শিকার
হয়ে মারা যাওয়া শিশু আছিয়ার পরিবারের দায়িত্ব নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ (১৬ মার্চ) সামাজিক
যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়টি
নিশ্চিত করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
আছিয়ার
পরিবারের দায়িত্ব গ্রহণ নিয়ে ফেসবুকে জামায়াতের আমির লেখেন, ‘মাগুরার শিশু আছিয়ার পরিবার নিতান্তই একটি অসহায় পরিবার। তার পিতা একজন মানসিক রোগী। এ পরিবারে অন্য
কোনো পুরুষ সদস্য নেই। মানবিক কারণে এই পরিবারের দায়িত্ব
মহান আল্লাহর ওপর ভরসা করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ইনশাআল্লাহ নিচ্ছে।’
তিনি
আরও লেখেন, ‘ইতিমধ্যে মজলুম এই পরিবারের সদস্যবৃন্দকে
তা অবহিত করা হয়েছে। সকলের কাছে দোয়ার আবেদন, আল্লাহ তা'য়ালা যেন
সঠিকভাবে এ দায়িত্ব পালনে
আমাদেরকে তাওফিক দান করেন। আমিন।’
এর
আগে, গত ৬ মার্চ
মাগুরা শহরে বোনের বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় ৮ বছর বয়সি
শিশু আছিয়া। পরদিন তাকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ওই দিন দুপুরেই
উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে রাতেই পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
এরপর
গত শুক্রবার রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সংকটাপন্ন শিশুটিকে গত শনিবার সন্ধ্যায়
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট (পিআইসিইউ) থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়। পরদিন রোববার শিশুটিকে সিএমএইচে পেডিয়াট্রিক আইসিইউতে নেওয়া হয়। গত ১৩ মার্চ
চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।