গুম-খুনের দায়ে শেখ হাসিনাসহ অভিযুক্তদের বিচার না হলে অন্যায়ের
নতুন সুযোগ তৈরি হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে সব অন্যায়-জুলুমের
বিচার নিশ্চিত করা হবে।
আজ
(১৬ মার্চ) রাজধানীর একটি হোটেলে গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার আন্দোলন এবং গুম ও শহীদ পরিবারের
সদস্যদের সম্মানে ‘আমরা বিএনপি পরিবারের’ ইফতার আয়োজনে তিনি এসব কথা বলেন।
তারেক
রহমান বলেন, বিএনপির প্রত্যাশা, সামনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন
অনুষ্ঠিত হবে, যেখানে জনগণ সিদ্ধান্ত নেবে কারা দেশের নেতৃত্ব দেবে।
তিনি
আরও বলেন, আগামীতে যে সরকারই আসুক,
তাদের উচিত নির্যাতিত ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠা এবং তাদের বিচার নিশ্চিত করা। এ সময় সবাইকে
ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।