× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জাতির কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করলেন জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মী

ডেস্ক রিপোর্ট

১৭ মার্চ ২০২৫, ১৪:৫২ পিএম

ছবিঃ সংগৃহীত।

চাঁদপুরের মতলব উপজেলায় জাতীয় পার্টির সাধারণ সম্পাদকসহ শতাধিক নেতাকর্মী জাতির কাছে ক্ষমা চেয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। 

আজ (১৭ মার্চ) দুপুরে উপজেলার একটি কমিউনিটি সেন্টারে একযোগে তারা পদত্যাগের সিদ্ধান্ত নেন। পদত্যাগের পর সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ডি এম আলাউদ্দিন। 

প্রথমে পদত্যাগপত্রে স্বাক্ষর করেন ডি এম আলাউদ্দিন। এরপর পৌর শাখার সভাপতি মহসির সরকার, যুব সমিতির সভাপতি বাবুল ফরাজি, নায়েরগাঁও ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুল কাদেরসহ উপজেলা, পৌর ও ইউনিয়নের অন্যান্য নেতাকর্মীরা পদত্যাগ করেন। 

ডি এম আলাউদ্দিন বলেন, ‘‘জাতীয় পার্টি থেকে পদত্যাগ করার একমাত্র কারণ হলো, ফ্যাসিস্ট সরকারের আমলে এই দল সেই সরকারের সমর্থন দিয়েছে। এজন্য আমরা অপরাধী। তাই জনগণের কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করছি।"  তিনি আরও বলেন, ‘‘আমাদের উপজেলা কমিটি ১৫১ সদস্যবিশিষ্ট, যার মধ্যে ৯০ শতাংশ নেতাকর্মী পদত্যাগ করেছেন।"

তিনি বলেন, ‘‘আমরা এই সরকারকে সমর্থন করেছি, ছাত্র-জনতার আন্দোলনকে সমর্থন করেছি। তবে ফ্যাসিস্ট সরকার থাকাকালীন সময়েও জাতীয় পার্টি গুম-খুন বা রাহাজানির সঙ্গে সম্পৃক্ত ছিল না। তবুও, জাতীয় পার্টি সেই সরকারের সমর্থন করেছে, তাই আমরা বুঝতে পারছি আমরা অপরাধী।’’

এছাড়া, ডি এম আলাউদ্দিন আরও বলেন, ‘‘ফ্যাসিস্ট সরকারকে সমর্থন করার কারণে জাতির কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করছি। যদি আমরা নতুন দলে যোগদান করি, তবে সবাই একযোগে দেশের স্বার্থে ও উন্নয়নে নতুন দলে যুক্ত হবো।’

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.