× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জাতীয় পার্টি জাতীয় বেইমান- ফারুক

ডেস্ক রিপোর্ট

১৭ মার্চ ২০২৫, ১৭:০৯ পিএম । আপডেটঃ ১৭ মার্চ ২০২৫, ১৭:১০ পিএম

ছবিঃ সংগৃহীত।

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, "জাতীয় পার্টি হচ্ছে জাতীয় বেইমান।" তিনি আরও বলেন, "২০১৪ সালে আওয়ামি লীগ অবৈধভাবে নির্বাচন করতে পারতো না, কিন্তু জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করার ফলে তারা সেই নির্বাচনটি করতে পেরেছিল, যদিও অসুস্থ এরশাদকে সিএমএইচ থেকে জোর করে নির্বাচনে আনা হয়েছিল।"

আজ (১৭ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে গণঐক্য পরিষদের আয়োজনে এক মানববন্ধনে তিনি এসব মন্তব্য করেন।

জয়নুল আবদিন ফারুক বলেন, "জুলাই-আগস্ট আন্দোলনের পর ড. ইউনূস ক্ষমতায় আসার পর আমরা ভাবছিলাম, হয়তো আর আমাদের কথা বলতে হবে না এবং বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। কিন্তু এখনো আমাদের মানুষের অধিকার নিয়ে কথা বলতে হচ্ছে। আমাদের নেতা তারেক রহমান গত ১৬ বছর মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করে আসছেন। বেগম খালেদা জিয়া বিনা কারণে পাঁচ বছর কারাবরণ করেছেন।"

ভারতের উদ্দেশ্যে তিনি বলেন, "আপনাদের অনেক কিছু বলার আছে। ১৯৭১ সালে আপনারা সহযোগিতা করেছিলেন, তা আমরা স্বীকার করি। কিন্তু অবৈধ শাসক শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে যেসব চেষ্টা করছেন, তা আমরা মেনে নেব না।"

সংগঠনের সভাপতি মামুনুর রশিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নাইমের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব আব্দুস সালাম আজাদ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.