× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

উপদেষ্টাদের উদ্দেশ্যে রিজভী

যে ক'দিন আছেন মানুষের কল্যাণের জন্য কাজ করুন

ডেস্ক রিপোর্ট

১৭ মার্চ ২০২৫, ১৭:২৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, "জলাই-আগস্টের চূড়ান্ত আন্দোলন হলো ১৫ বছরের গণতন্ত্রকামী রাজনৈতিক দল বিএনপির নেতৃত্বাধীন আন্দোলনের চূড়ান্ত প্রকাশ। এই ১৫ বছরে ইলিয়াস আলী, চৌধুরী আলম এবং সুমন আমাদের মাঝে নেই। আমি উপদেষ্টাদেরকে বলব, আপনারা যে 'দিন আছেন, মানুষের কল্যাণে কাজ করুন।"

আজ (১৭ মার্চ) দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহিলা দলের আয়োজনে সারা দেশে ধর্ষণকারীদের বিচার দাবি করে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে রিজভী বলেন, "১৫ বছরের মধ্যে ইলিয়াস আলী, চৌধুরী আলম, সুমন নেই। কারণ তারা ছিলেন অবাধ, সুষ্ঠু নির্বাচন এবং ফ্যাসিবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য সোচ্চার। তাদের জীবন আত্মাহুতি দিয়েছিলো; সেই জীবন থেকে আমরা দেখেছি শিশু, তরুণ, কিশোররা জুলাই-আগস্টে জীবন দিয়ে শেখ হাসিনাকে বিদায় করেছে।"

তিনি আরও বলেন, "আমি উপদেষ্টাদেরকে বলব, যে 'দিন আছেন মানুষের কল্যাণের জন্য কাজ করুন। এখন মিনিকেট চালের কেজি ৮৫ টাকা, আর পাইজাম চাল, একেবারে মোটা চাল ৫৬/৫৭ টাকায় বিক্রি হচ্ছে; এগুলোর দিকে নজর দিন।"

রিজভী বলেন, ". মুহাম্মদ ইউনূস, আপনি প্রধান উপদেষ্টা, মানুষের বিশ্বাস আপনার ওপর। আমরা বিশ্বাস করি, আপনার হাত দিয়েই একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত হবে।"

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, "আপনারা দেখেছেন, নুসরাত পারুল থেকে শুরু করে গত ফ্যাসিস্ট সরকারের আমলে একের পর এক নারী ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষণকারীদের কোনো বিচার হয়নি, এমনকি হত্যাকারীদেরও বিচার হয়নি। কারণ গুম-খুন-হত্যা যারা করেছে, তারা তখন অন্যদের দিয়ে এই কাজ করাতো। আজ আমরা শান্তির প্রতীক হিসেবে এমন একজনকে দায়িত্ব দিয়েছি, যিনি আমাদের দেশ নিরাপদ এবং আমাদের মা-বোনদের নিরাপদ রাখবেন।"

তিনি আরও বলেন, "গত চার বছরে হাজার শিশুসহ ৪৩ হাজার নারী ধর্ষণের শিকার হয়েছেন, কিন্তু এসবের কোনো বিচার হয়নি। মাগুরার শিশু আছিয়া হত্যার পর এক সপ্তাহে ১১ নারী-শিশু ধর্ষিত হয়েছে। এই ধর্ষণের কারণটা কি?"

মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, হেলেন জেরিন খান, জেবা খানসহ অন্যান্য নেতৃবৃন্দ সমাবেশে উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.