× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

উপদেষ্টা আসিফ ও মাহফুজের পদত্যাগ চায় গণঅধিকার পরিষদ

ডেস্ক রিপোর্ট

১৮ মার্চ ২০২৫, ১৬:০৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

গণঅধিকার পরিষদ অন্তর্বর্তী সরকারের দুইছাত্র উপদেষ্টা' মাহফুজ আলম আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগ দাবি করেছে। দলটি আগামী ১৫ দিনের মধ্যে তারা পদত্যাগ না করলে কঠোর কর্মসূচি দিয়ে গণঅভ্যুত্থানের শক্তিকে একত্রিত করে আন্দোলন করবে বলে হুঁশিয়ারি দিয়েছে।

আজ (১৮ মার্চ) দুপুরে রাজধানীর পুরানা পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সংবাদ সম্মেলনে এই দাবি তোলা হয়। একইসঙ্গে প্রয়োজনে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনা ঘেরাও করারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, সম্প্রতি ওয়াসায় নিয়োগ নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে, তা বাতিল করতে হবে। এছাড়া, সরকারের বিভিন্ন দফতরে ছাত্র প্রতিনিধি হিসেবে যারা নিয়োগ পেয়েছেন, তাদের নিয়োগও বাতিল করতে হবে।

এদিকে, রাশেদ খান জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যা চালানোর জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি তুলেছেন।

গণঅধিকার পরিষদের সহসভাপতি ফারুক হাসান বলেন, শিক্ষার্থীদের দল গঠনের মাধ্যমে . মুহাম্মদ ইউনূসের সরকার নিরপেক্ষতা হারিয়েছে, তাই ছাত্র উপদেষ্টা পরিষদে থাকা শিক্ষার্থীদের পদত্যাগ করতে হবে।

তিনি আরও দাবি করেন, . মুহাম্মদ ইউনূসের চারপাশে থাকা ব্যক্তিরা আওয়ামী লীগের এজেন্ডাধারী এবং তারা আওয়ামী লীগ থেকে সুবিধা নিয়ে ছাত্রদের রাজনৈতিক দল গঠনে সহায়তা করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব উপদেষ্টার নাম প্রকাশিত হচ্ছে বলেও তিনি জানান।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.