ফিলিস্তিনের
গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। পাশাপাশি, ইসরায়েলের পণ্য বয়কটের আন্দোলন অব্যাহত রাখার আহ্বানও জানিয়েছে সংগঠনটি।
আজ
(১৯ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে গাজায় গণহত্যার প্রতিবাদে ঢাকা মহানগর ইসলামী ছাত্র শিবিরের মানববন্ধনে এই আহ্বান জানানো
হয়।
মানববন্ধনে
বাংলাদেশ ছাত্র শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ বলেন, “আমরা আজ এই মানববন্ধন
থেকে গভীর দুঃখ ও ভারাক্রান্ত মন
নিয়ে বলছি, ফিলিস্তিনে ইসরায়েলের হামলায় অসংখ্য শিশু, বৃদ্ধ, নারী ও সাধারণ মানুষ
হত্যা করা হয়েছে। এখন পৃথিবীর মানবাধিকার সংগঠনগুলো কোথায়? জাতিসংঘ, যে শান্তি প্রতিষ্ঠার
জন্য প্রতিষ্ঠিত হয়েছিল, কেন এই বর্বর হামলার
বিরুদ্ধে কোনো কথা বলেনি? বিশ্বের নেতারা, মুসলিম নামধারী ওআইসি এবং মুসলিম রাষ্ট্রপ্রধানরা এই গণহত্যার বিরুদ্ধে
কী করছে? আমরা তাদের থেকে জবাব চাই।”
তিনি
আরও বলেন, “ইউক্রেনে হামলা হলে আমরা নিন্দা জানিয়েছি, কিন্তু ফিলিস্তিনে যে হামলা চলছে
তার কোনো সুরাহা দেখা যাচ্ছে না। হামাস ও ইসরায়েলের মধ্যে
শান্তি চুক্তি হয়েছিল, কিন্তু ইসরায়েল তা লঙ্ঘন করেছে।
আমরা বাংলাদেশ থেকে বিশ্ব বিবেকের কাছে আহ্বান জানাচ্ছি, দ্রুত পদক্ষেপ নিন। অন্যথায়, যারা নিজেদের বিশ্ব নেতৃত্ব দাবি করছে, আমরা তাদের নেতা হিসেবে মানবো না।”
তিনি
আরও বলেন, “আমরা আমাদের রাষ্ট্র প্রধানের কাছে দাবি জানাই, আপনি যথাযথ পদক্ষেপ নিন। আমরা বাংলাদেশের জনগণকে জানাতে চাই, ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে আমাদের ঘৃণা অব্যাহত থাকবে এবং ইসরায়েলের পণ্য বয়কটের আন্দোলনও চলতে থাকবে।”
বাংলাদেশ
ইসলামী ছাত্র শিবিরের ঢাকা মহানগর পূর্বের সভাপতি মোজাফফর হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক ডা. ওসামা রাইয়ানসহ অন্যান্য সদস্যরা।