× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

লন্ডনে ঈদ শেষে এপ্রিলের মাঝামাঝি সময়ে দেশে ফিরবেন খালেদা জিয়া

ডেস্ক রিপোর্ট

২০ মার্চ ২০২৫, ১০:৫১ এএম

ছবিঃ সংগৃহীত।

সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবার লন্ডনেই ঈদ পালন করবেন বলে জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি চেয়াপারসনের উপদেষ্টা এম মালেক।

গতকাল (১৯ মার্চ) লন্ডনেনোয়াখালী জাতীয়তাবাদী ফোরাম, ইউকেআয়োজিত একটি ইফতার দোয়া মাহফিলে তিনি সাংবাদিকদের সঙ্গে বিষয়ে কথা বলেন। তিনি জানান, বিএনপি চেয়ারপারসনকে লন্ডনে ঈদ উদযাপন করার জন্য অনুরোধ করা হয়েছিল এবং তিনি এতে সম্মতি দিয়েছেন।

খালেদা জিয়া কবে দেশে ফিরবেন এমন প্রশ্নের জবাবে, চেয়াপারসনের উপদেষ্টা বলেন, ঈদের দুই সপ্তাহ পর, অর্থাৎ ১৫ এপ্রিলের আশপাশে তিনি দেশে ফিরতে পারেন। চিকিৎসকরা প্রস্তুতি নিচ্ছেন এবং ফ্লাইটের বিষয়েও কিছুটা সময়ের তারতম্য হতে পারে।

উল্লেখ্য, ২০২৫ সালের আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর রাষ্ট্রপতির এক আদেশে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়। এরপর দুর্নীতির মামলাগুলোর রায় বাতিল করে তাকে মুক্ত করা হয়। জানুয়ারি তিনি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান এবং সেখানে হিথরো বিমানবন্দর থেকে তাকে সরাসরি লন্ডন ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। ১৭ দিন চিকিৎসা নেওয়ার পর, তিনি তারেক রহমানের বাসায় অবস্থান করছেন, যেখানে বর্তমানে তিনি রয়েছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.