× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

অন্তর্বর্তী সরকারকে ফারুক

তারেক রহমান স্পষ্টভাবে বলে দিয়েছেন আপনারা হারলে বাংলাদেশ হেরে যাবে জাতীয়তাবাদী শক্তি হেরে যাবে

ডেস্ক রিপোর্ট

২০ মার্চ ২০২৫, ১৭:০৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

হাসিনা মোদির আশ্রয়ে থেকে . ইউনূস সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছেন, এমন মন্তব্য করে ফারুক বলেন, "অতএব, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের আবেদন, আপনাদের সমালোচনা হবে, আলোচনা হবে, কিন্তু মনোবল হারাবেন না। আমরা আপনাদের সমর্থন করছি এবং সমর্থন দিয়ে যাব।" 

তিনি আরও বলেন, "তারেক রহমান স্পষ্টভাবে বলেছেন, যদি আপনারা হারেন, তবে বাংলাদেশ হেরে যাবে, জাতীয়তাবাদী শক্তি হেরে যাবে।"

আজ (২০ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরম খাঁ হলে বাংলাদেশ প্রজন্ম ৭১ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত "বর্তমান প্রেক্ষাপট, সাংবিধানিক অধিকার গ্রহণযোগ্য নির্বাচন" শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে কথা বলেন ফারুক। 

ফারুক বলেন, "আজ যারা সেকেন্ড রিপাবলিক, গণপরিষদ নির্বাচন, কমিশনার ইউনিয়ন পরিষদের মেম্বারদের নির্বাচনের কথা বলছেন, তাদের আমি জানাতে চাইবাংলাদেশে বিএনপিকে অবমূল্যায়ন করার সুযোগ নেই।" 

তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলেন, "আপনার আশপাশে কিছু লোক আপনাদের মনোবল নষ্ট করার চেষ্টা করছে। তাদের সতর্ক করুন অথবা বের করে দিন। যারা নির্বাচন বানচাল করতে ষড়যন্ত্র করছে, তাদের সেই ষড়যন্ত্র রুখে দিতে আমাদের ঐক্য থাকতে হবে এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে।"

ফারুক আরও বলেন, "যারা অবিচার করেছে, তারা অবশেষে ক্ষমতা থেকে বিতাড়িত হয়েছেন। আওয়ামী লীগ হচ্ছে তার উদাহরণ। হাসিনা বাংলাদেশকে ধ্বংস করার যে চক্রান্ত করেছিল, আল্লাহর রহমতে ছাত্রজনতার আন্দোলনে তার পতন হয়েছে।"

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.