× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আ. লীগ রাজনীতি করতে পারবে কি না, এমন প্রশ্ন উঠলেও এই প্রশ্ন উঠছে না গণহত্যার বিচার হবে কিনা

ডেস্ক রিপোর্ট

২১ মার্চ ২০২৫, ১৪:৩২ পিএম । আপডেটঃ ২১ মার্চ ২০২৫, ১৪:৩৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বিচারের পর যদি জনগণ আওয়ামী লীগকে রাজনীতির সুযোগ দেয়, তবে এতে বিএনপির কিছু বলার নেই। আজ (২১ মার্চ) সকালে উত্তরার দক্ষিণখানে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী বলেন, "যে ব্যক্তি আওয়ামী লীগের নেতৃত্বে আসবে, যদি সে ছাত্র হত্যা, অপরাধ, অর্থ লোপাট বা টাকা পাচার না করে, তবে সেই আওয়ামী লীগ কেন রাজনীতি করতে পারবে না?"

তিনি আরও বলেন, "আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি না, এমন প্রশ্ন উঠছে, অথচ এই প্রশ্ন উঠছে না যারা গণহত্যা চালিয়েছে, তাদের বিচার হবে কি না? কারা এই কাজ করেছে? এটি কি মানুষ দেখেনি?"

সময় রিজভী আরও বলেন, "যারা অপরাধের সঙ্গে জড়িত, তাদের বিচার অবশ্যই হতে হবে।" তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, "ফ্যাসিবাদের উত্থান যেন না হয়, সেজন্য সকলকে সাবধান থাকতে হবে।"

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.