× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঢাবিতে আ. লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

ডেস্ক রিপোর্ট

২১ মার্চ ২০২৫, ১৪:৪৮ পিএম । আপডেটঃ ২১ মার্চ ২০২৫, ১৫:৩১ পিএম

ছবিঃ সংগৃহীত।

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য প্রত্যাহারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। তারা বলছেন, যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাওয়া হয়, তাহলে দেশে রক্তের বন্যা বয়ে যাবে।

আজ (২১ মার্চ) জুমার নামাজের পর ইনকিলাব মঞ্চের আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি হল পাড়া, প্রশাসনিক ভবন এবং ভিসি চত্বর হয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে এক সমাবেশে মিলিত হয়। 

বিক্ষোভকারীরা স্লোগান দেন, "আওয়ামী লীগের বিচার চাই", "আওয়ামী লীগকে গদিতে আগুন জ্বালাও", "একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর", "ইউনূস সাহেবের বক্তব্য প্রত্যাহার করতে হবে", "গণহত্যার বিচার চাই", "অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে" এবং "শহীদেরা দিচ্ছে ডাক, আওয়ামী লীগ নিপাত যাক" ইত্যাদি। 

ইনকিলাব মঞ্চের মিছিলে প্লেকার্ডে লেখা ছিল "খুনি লীগের পুনর্বাসন, রুখে দাও জনগণ" এবং "জুলাইয়ের বাংলায় গণহত্যাকারীদের ঠাঁই নাই"। 

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদী বলেন, "আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দিলে বাংলাদেশে রক্তের বন্যা বয়ে যাবে। দুই হাজারের অধিক শহীদ এবং হাজার হাজার আহতের রক্তের শপথ, আমরা এক বিন্দু রক্ত থাকতে তাদের পুনর্বাসন হতে দেব না।" 

তিনি আরও বলেন, "এবার যদি আওয়ামী লীগকে সুযোগ দেওয়া হয়, তারা বিরোধী দলে থেকে কূটকচাল চালাবে। তারা ভারত ও ইসরায়েলকে সঙ্গে নিয়ে বিএনপিকে ক্ষমতা থেকে সরিয়ে আবারও নারকীয় তাণ্ডব চালাবে। তাই আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে আমরা রাস্তা ছাড়ব না।"

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.