ছবিঃ সংগৃহীত।
কিছুদিন আগে আমি আপনাদের বলেছিলাম যে, 'রিফাইন্ড আওয়ামী লীগ' নামে একটি নতুন ষড়যন্ত্র আসছে। এই পরিকল্পনাটি পুরোপুরি ভারতের, এবং সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন, তাপসকে সামনে রেখে এটি সাজানো হচ্ছে। গতকাল (২০ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে তিনি এসব কথা জানান।
হাসনাত
তার পোস্টে বলেন, "আজকেও আমি একটি চাপ অস্বীকার করে আপনাদের ওপরই ভরসা রাখতে চাই। এ পোস্ট দেওয়ার
পর আমার কী হবে, আমি
জানি না। আমি হয়তো নানা ধরনের প্রেশারে পড়তে পারি, বা বিপদেও পড়তে
হতে পারে। তবে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে কোনো আপসের সুযোগ নেই।"
তিনি
আরও বলেন, "আমিসহ আরও দুজনের কাছে ১১ মার্চ দুপুর
আড়াইটায় ক্যান্টনমেন্ট থেকে এই পরিকল্পনা উপস্থাপন
করা হয়। আমাদের প্রস্তাব দেওয়া হয় আসন সমঝতার
বিনিময়ে আমরা যেন এই প্রস্তাব মেনে
নিই। আমাদের বলা হয়, একাধিক রাজনৈতিক দলও শর্তসাপেক্ষে আওয়ামী লীগ পুনর্বাসনে রাজি হয়েছে। একটি দুর্বল আওয়ামী লীগসহ একাধিক বিরোধী দল থাকা ভালো।"
হাসনাত
আরও বলেন, "রিফাইন্ড আওয়ামী লীগ গঠনে যারা কাজ করবে, তারা এপ্রিল-মে থেকে শেখ
পরিবারের অপরাধ স্বীকার করবে, হাসিনাকে অস্বীকার করবে এবং বঙ্গবন্ধুর আওয়ামী লীগ নিয়ে জনগণের সামনে হাজির হবে।"
এদিকে,
যখন এই প্রস্তাব দেওয়া
হয়, তখন তারা তাৎক্ষণিকভাবে এর বিরোধিতা করেন
এবং আওয়ামী লীগের পুনর্বাসনের পরিকল্পনা বাদ দিয়ে আওয়ামী লীগের বিচার নিয়ে কাজ করার কথা জানান। উত্তরে তাদের বলা হয়, "আওয়ামী লীগকে ফিরতে বাধা দিলে দেশে সংকট সৃষ্টি হবে, তার দায় আমাদের নিতে হবে, কারণ 'আওয়ামী লীগ মাস্ট কামব্যাক'।"
পোস্টে
তিনি লেখেন, "এক পর্যায়ে আমি
বলি, যে দল এখনও
অপরাধ স্বীকার করেনি, সে দলকে কীভাবে
ক্ষমা করা হবে? উত্তরে আসে, ‘ইউ পিপল নো
নাথিং। ইউ ল্যাক উইজডোম
অ্যান্ড এক্সপিরিয়েন্স। উই আর ইন
দিজ সার্ভিস ফর এটলিস্ট ফোর্টি
ইয়ার্স।’"
হাসনাত
আরও বলেন, "আমার উত্তরে বলি, আওয়ামী লীগের সঙ্গে কোনো ইনক্লুসিভিটি হতে পারে না। আওয়ামী লীগকে ফেরাতে হলে আমাদের লাশের ওপর দিয়ে ফেরাতে হবে।" পরে মিটিং অসমাপ্ত রেখে তারা চলে আসেন।
তিনি
বলেন, "জুলাই আন্দোলনের সময়েও আমাদের দিয়ে অনেক কিছু করানোর চেষ্টা হয়েছিল। নানা ধরনের চাপ, এজেন্সি ও ক্যান্টনমেন্ট থেকে
প্রেসক্রিপশন দেয়া হয়েছিল। কিন্তু আমরা কোনো চাপের কাছে নতি স্বীকার না করে জনগণের
ওপর আস্থা রেখেছি এবং হাসিনার চূড়ান্ত পতন ঘটিয়েছি।"
হাসনাত
তার পোস্টে আবারও বলেন, "আজকে ক্যান্টনমেন্টের চাপ অস্বীকার করে আমি আপনাদের ওপরেই ভরসা রাখতে চাই। এ পোস্ট দেয়ার
পর আমার কী হবে জানি
না, হয়তো নানা ধরনের প্রেশারে পড়তে হতে পারে। তবে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে কোনো আপসের সুযোগ নেই।"
তিনি
আরও লেখেন, "জুলাইয়ের দিনগুলোতে জনগণের স্রোতে ক্যান্টনমেন্ট আর এজেন্সির সব
প্রেসক্রিপশন আমরা উড়িয়ে দিয়েছিলাম। আজও যদি আপনাদের সমর্থন পাই, রাজপথে আপনাদের পাশে পাই, তবে আবারও এই আওয়ামী লীগ
পুনর্বাসনের ভারতীয় ষড়যন্ত্র উড়িয়ে দিতে পারব।"
তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, "আওয়ামী লীগ রাজনীতি করতে পারলে জুলাই ব্যর্থ হয়ে যাবে। আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমাদের শহীদদের রক্ত আমরা বৃথা হতে দেব না। ৫ আগস্টের পর পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগের কামব্যাকের আর কোনো সুযোগ নেই। বরং আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ হতেই হবে।"
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh