× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আমরা ভুল করলে শুধরে দেবেন- সারজিস

ডেস্ক রিপোর্ট

২৪ মার্চ ২০২৫, ১৬:৪৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, আগামীতে বাংলাদেশে কেউ আর দলের নাম বা মার্কা দেখে ভোট দেবে না। তিনি দাবি করেন, এতদিন সাধারণ মানুষকে নেতারা বিভিন্নভাবে ব্যবহার করেছেভোটের আগের দিন কিছু টাকা দিয়ে ভোট নিত এবং ভোটের পর কোনো কাজের জন্য গেলে আগে টাকা চাওয়া হতো। তিনি বলেন, নতুন বাংলাদেশে এসব আর হতে দেওয়া হবে না।

আজ (২৪ মার্চ) দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার বিজয় চত্বরে এক পথসভায় এসব কথা বলেন সারজিস আলম।

তিনি আরও বলেন, "আমরা ভুল করলে আমাদের শুধরে দেবেন, আর কোনো দলের অন্ধ ভক্ত হবেন না। অন্ধ ভক্ত হলে আপনার মূল্য কেউ দেবে না। আমরা আপনাদের কাছে মার্কা নিয়ে যাব, যদি আপনাদের কথা রাখতে পারি, তাহলে ভোট দেবেন। পঞ্চগড় আমার জন্মভূমি, তাই আপনাদের কাছে আমার আলাদা দাবি রয়েছে।"

এর আগে, বিশাল গাড়িবহর নিয়ে পঞ্চগড়ের দেবীগঞ্জ আসেন সারজিস আলম, সেখানে তিনি পথসভা করেন। সময় তার সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে, তিনি গাড়িবহর নিয়ে বোদা উপজেলার উদ্দেশ্যে রওনা হন। বিকেলে তেঁতুলিয়ায় একটি পথসভা এবং নিজ এলাকা আটোয়ারীতে ইফতার মাহফিলে উপস্থিত থাকার কথা রয়েছে তার।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.