× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

প্রধান উপদেষ্টার বিদেশ সফর ঘিরে ষড়যন্ত্র চলছে- রিজভী

ডেস্ক রিপোর্ট

২৪ মার্চ ২০২৫, ১৭:০৩ পিএম

ছবিঃ সংগৃহীত।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ প্রধান উপদেষ্টা . মুহাম্মদ ইউনূসের বিদেশ সফরকে কেন্দ্র করে চলা ষড়যন্ত্র গুজবের বিষয়ে অভিযোগ করেছেন।

আজ (২৪ মার্চ) দুপুরে নয়াপল্টনে দলের কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, " নিয়ে পরিকল্পিত গুজব এবং ষড়যন্ত্র করা হচ্ছে। পলাতক ফ্যাসিবাদের দোসররা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।" তিনি আরও দাবি করেন, কিছু পুলিশ সদস্য সম্প্রতি গোপন বৈঠক করার উদ্দেশ্যে প্রশ্ন তোলেন, এবং অভিযোগ করেন যে, বর্তমান সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক না করে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

এদিকে, ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপি দুটি দিনের কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির মধ্যে ২৫ মার্চ আলোচনা সভা, ২৬ মার্চ সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, এবং পরে সাড়ে ৮টায় জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনসহ দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো থাকবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.