জাতীয়
নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ গতকাল (২৪ মার্চ) সন্ধ্যায়
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কসবা মহিলা কলেজে আয়োজিত জাতীয় নাগরিক পার্টির ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বলেন, শেখ হাসিনার মতো দুর্ধর্ষ, অত্যাচারী শাসক কোথাও খুঁজে পাওয়া যাবে না। যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাইবে, তাদের সাথেই ছাত্র জনতার শত্রুজ্ঞান করা হবে।
হাসনাত
আব্দুল্লাহ আরও বলেন, ‘‘কোনো প্রতিষ্ঠানের প্রতি আমাদের খারাপ দৃষ্টিভঙ্গি নেই।" তিনি বাংলাদেশ সেনাবাহিনীর ৫ আগস্টের আওয়ামী
বিরোধী অবস্থানের কথা উল্লেখ করে সেনাবাহিনীকে জনগণের বিরুদ্ধে অবস্থান না নিতে আহ্বান
জানান।
অন্তর্বর্তী
সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘‘আপনারা (সরকার) কতদিনের মধ্যে দৃশ্যমান সংস্কার করবেন, সেটির রোডম্যাপ স্পষ্ট করতে হবে।" তিনি বলেন, ‘‘দ্রুততম সময়ের মধ্যে আওয়ামী লীগের বিচার নিশ্চিত না করা হলে
আমরা ধরে নেব আওয়ামী লীগের দোষররা এখনও পর্যন্ত সক্রিয় রয়েছে।" প্রধান উপদেষ্টার কাছে তার আহ্বান, ‘‘বিচার প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগকে চিরদিনের জন্য বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে।"
জাতীয়
নাগরিক পার্টির কসবা উপজেলা শাখা জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নিহতের পরিবার এবং আহতদের সম্মানে এ ইফতার ও
দোয়া মাহফিলের আয়োজন করে।