× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হাতিয়ায় হান্নান মাসউদের ওপর হামলার ঘটনায় এনসিপির নিন্দা

ডেস্ক রিপোর্ট

২৫ মার্চ ২০২৫, ১৪:১৩ পিএম

ছবিঃ সংগৃহীত।

নোয়াখালীর হাতিয়ায় পথসভা চলাকালে বিএনপির নেতাকর্মীদের হামলায় দলের জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদসহ অন্যান্য নেতাকর্মীরা আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)

আজ (২৫ মার্চ) এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের পাঠানো এক বিবৃতিতে এই নিন্দা প্রকাশ করা হয়।

বিবৃতিতে বলা হয়, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনে করে, ধরনের হামলা একটি পুরোনো রাজনৈতিক সংস্কৃতির প্রতিফলন এবং রাজনৈতিক অধিকার চর্চায় কর্তৃত্ববাদী হস্তক্ষেপ। বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে ঠিক একই ধরনের স্লোগান দিয়ে ফ্যাসিবাদবিরোধী দলের নেতাকর্মীদের ওপর হামলা করা হত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতাকর্মীরাও দীর্ঘদিন ধরে একই ধরনের নির্যাতনের শিকার হয়েছে আওয়ামী লীগের দ্বারা। তাই, অভ্যুত্থান পরবর্তী সময়ে এমন পরিস্থিতির পুনরাবৃত্তি আমরা চাই না।

এতে আরও বলা হয়, আইনশৃঙ্খলা বাহিনীকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলার সাথে জড়িত প্রত্যেক ব্যক্তিকে চিহ্নিত করে আইনের আওতায় আনার আহ্বান জানানো হয়েছে। হামলায় জড়িত বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অতিসত্ত্বর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে অনুরোধ জানানো হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.