× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সংস্কার ও বিচার বাদেই নির্বাচনকে চাপিয়ে দেওয়া হচ্ছে- নাহিদ ইসলাম

ডেস্ক রিপোর্ট

২৬ মার্চ ২০২৫, ১২:৪২ পিএম

ছবিঃ সংগৃহীত।

ক্ষমতা লাভের জন্য সংস্কার ও বিচারবিহীন নির্বাচন চাপিয়ে দেওয়া হচ্ছে এবং ফ্যাসিস্ট শক্তিকে পুনর্বাসনের নানা চেষ্টা চলছে—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এসসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

আজ (২৬ মার্চ) সকাল ৮টা ৪৫ মিনিটে সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার পর তিনি সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন। 

নাহিদ ইসলাম বলেন, “মহান মুক্তিযুদ্ধের লাখো শহীদদের আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি। তাদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। বাংলাদেশের মানুষ ইতিহাসের বিভিন্ন সময় রক্ত দিয়েছে, জীবন দিয়েছে স্বাধীনতা ও অধিকারের জন্য। সেই স্বাধীনতা সংগ্রাম থেকে আমাদের ২০২৪ সালের গণঅভ্যুত্থান পর্যন্ত, আমাদের স্বাধীনতা বারবার বেহাত হয়েছে। জনগণকে বারবার রক্ত দিতে হয়েছে। আমরা চাই, সামনের দিনগুলোতে আর আমাদের জনগণকে রক্ত দিতে না হয়।”

তিনি আরও বলেন, “আমরা যে গণতন্ত্র, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায়বিচারের জন্য লড়াই করেছি, তা ২০২৪ সালেও আমাদের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অব্যাহত ছিল। আমরা চাই, একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গঠন করতে, যেখানে মানুষের ন্যায়বিচার নিশ্চিত হবে এবং জনগণকে আর রক্ত দিতে হবে না।”

এসসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম দাবি করেন, “৭১ এবং ২৪ আলাদা কিছু নয়, বরং ২৪-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়েই ৭১-এর যে স্পিরিট পুনরুজ্জীবিত হয়েছে। ৭১-এর সাম্যের কথা ২৪-এই আমরা বলছি। যারা এগুলিকে পরস্পরবিরোধী দাবি করছেন, তাদের উদ্দেশ্য অসৎ। তারা ২৪-এর গণঅভ্যুত্থান এবং ছাত্রজনতার বিজয় উপলব্ধি করতে পারেনি।”

জাতীয় নাগরিক পার্টির দাবি প্রসঙ্গে তিনি বলেন, “যদি বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন চাপিয়ে দেওয়া হয় এবং একটি দলের জন্য নির্বাচন আয়োজন করা হয়, তা মেনে নেওয়া হবে না। আমরা দেখতে পাচ্ছি, পুরোনো সংবিধান এবং ব্যবস্থা আঁকড়ে ধরে রাখা হচ্ছে। আমরা মনে করি, ২৪-এর গণঅভ্যুত্থান এবং ৭১-এর সংগ্রামের মাধ্যমে যে স্বাধীন, সার্বভৌম, মানবিক মর্যাদাপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনা তৈরি হয়েছিল, তা এখনও আমাদের কাছে আছে।”

নাহিদ ইসলাম বলেন, “ক্ষমতার লোভে এবং কেবল ক্ষমতায় যাওয়ার জন্যই নির্বাচন চাপিয়ে দেওয়া হচ্ছে। অন্যদিকে ফ্যাসিস্ট শক্তিকে পুনর্বাসনের চেষ্টা চলছে। এসব সবকিছুকে প্রতিহত করবে জাতীয় নাগরিক পার্টি। আমরা ২৪-এর গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা নিয়ে এগিয়ে যেতে চাই।”

রাজনৈতিক দলগুলোর মধ্যে ফাটল ধরেছে কিনা—এমন প্রশ্নে তিনি বলেন, “আমরা মনে করি, জাতীয় ঐক্যের যে সুযোগ তৈরি হয়েছিল, এখনও আমরা সেই পাটাতনে আছি। যদিও বিভিন্ন দলের অ্যাজেন্ডা আলাদা হচ্ছে, তবে ২৪-এর গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে এবং দেশের স্বার্থ রক্ষা করতে হলে, আমাদের একে অপরকে সহযোগিতা করতে হবে।” 

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন দলের মুখ্য সমন্বয়ক নাছির উদ্দিন পাটোয়ারী এবং অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.